ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন ফের আন্দোলনে যাবেন প্রাথমিকের শিক্ষকরা ঢাকায় তিন দিনব্যাপী থাইল্যান্ড উইক উদ্বোধন রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত আলোচনা শেষ আগামী সপ্তাহে এরপর ডাকসু তফসিল সেপটিক ট্যাংকে মোবাইল ফোন তুলতে গিয়ে ৪ জনের মৃত্যু যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে আগুন শিশুসহ দগ্ধ ৩

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে আগুন শিশুসহ দগ্ধ ৩

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০১:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০১:৪৭:২৭ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে আগুন শিশুসহ দগ্ধ ৩
রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছেন- রিপন(৪০), তার স্ত্রী ইতি (৩০), মেয়ে রাফিয়া (৪)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ একই পরিবারের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০% শতাংশ, ইতির ৪৫% শতাংশ, ও রাফিয়া ৯০% শতাংশ দগ্ধ হয়। যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোডের একটি ৬ষ্ঠ তলা ভবনের নিচ তলার বাসায় রাত আনুমানিক একটার দিকে মশার কয়েল ধরানোর সময়ে, সেখানে জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, ওই বাসায় বাথরুমের ম্যানহোলের মুখ ছিল, সেখান থেকে গ্যাস হয়ে থাকতে পারে বলে দগ্ধের পরিবারের পক্ষ থেকে জানা গেছে। তিনি আরও বলেন, ওই বাসায় স্বামী, স্ত্রী, ও তাদের এক সন্তান নিয়ে বসবাস করতেন। রিপনের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়ায় উপজেলায়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স