নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুই জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে নিশ্চিত করেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম। তিনি বলেন, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় বিএসএফের ঠেলে দেওয়া ২১ জনকে আটক করে বিজিবি। আটকদের স্থানীয় দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে। এর আগে, গত ৪ জুন রাতে প্রথমবারের মতো একই উপজেলার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল বিএসএফ। এর মধ্যে ২১ নারী, ৩ শিশু ও ৮ জন পুরুষ ছিল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
