দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। চলতি বছর এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪ জনের। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন। এর মধ্যে ১০১ জন বরিশাল বিভাগ এবং ৫৮ জন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, জুলাইয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৬৩৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১২ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩৬১ জন, বাকি ৯২৫ জন অন্যান্য বিভাগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মেতে ১ হাজার ৭৭৩ রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মেতে তিন জন মারা গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০১:৩৪:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০১:৩৪:৫৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ