
কয়রার পর্যটন কেন্দ্র অর্থনীতিতে অবদান রাখবে -জেলা প্রশাসক খুলনা


কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্রটি এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের অনেক অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ। তারা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতে পাবে। তিনি আরও বলেন, পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এটি স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরবে। এ সময় তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকতে বলেন। যাতে করে এই অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকে। জেলা প্রশাসক গতকাল বুধবার বেলা ১১টায় ৬ নম্বর কয়রার সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনা আলোচনায় সভায় বক্তব্য রাখেন, কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. ওয়াহিদ, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন সোয়েব, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত, সমাজসেবক মাওলানা মোস্তাফিজুর রহমান, আদিবাসী সদস্য বাসন্তী মুন্ডা প্রমুখ। এর আগে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গোবরার চরে টুরিস্ট স্পটের উদ্বোধনের পাশাপাশি কয়রা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ