ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীনের মুখে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন
পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীনের মুখে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট
পাবনা প্রতিনিধি পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নসহ কয়েকটি এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। নদীগর্ভে বিলীনের মুখে পড়েছে উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট। কিন্তু ভাঙনরোধ ও ঘাট রক্ষায় দেখা যায়নি তেমন উদ্যোগ। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। কয়েকদিন ধরে এ ভাঙন অব্যাহত থাকলেও চলমান অতিবৃষ্টিতে উজানের পানির চাপ বাড়ায় বাড়ছে উদ্বেগ। তীব্র হচ্ছে ভাঙন পরিস্থিতি। এতে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, নদীভাঙন ঠেকাতে ও ঘাট রক্ষায় শুষ্ক মৌসুম বা বছরের অন্যান্য সময় নেওয়া হয় না তেমন উদ্যোগ। ফলে নিগৃহীতই রয়ে গেছে ফেরিঘাট। বছরজুড়েই পদ্মা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করলেও সে বিষয়ে টুকটাক পদক্ষেপের বাইরে নেওয়া হয় না ব্যবস্থা। ফলে যখন তখন দেখা দেয় ভাঙন। এছাড়া পশ্চিম পাশে বড় বড় ব্লক দিয়ে নদীর তীর রক্ষা করা হলেও পূর্বপাশের তীর রক্ষায় নেওয়া হয়নি তেমন উদ্যোগ। ফলে কয়েক বছর ধরেই অব্যাহত রয়েছে ভাঙন। তবে এবারের ভাঙন বেশি হওয়ায় আতঙ্কিত ঘাট কর্তৃপক্ষ ও নদীপাড়ের বাসিন্দারা। তারা বলছেন, এ ভাঙন অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই নদীগর্ভে যাবে তাদের বসতভিটা। হারাতে হবে মাথা গোজার শেষ ঠাঁইটুকুও। তাই ভাঙনরোধে দ্রুত পদক্ষেপের দাবি তাদের। নদীপাড়ের বাসিন্দা আফরোজা বেগম বলেন, শুনি অমুক জায়গায় ব্লক বানাই রাখছে, বস্তা ভরে রাখছে। কিন্তু ফেলে না। এভাবেই প্রতিবছর পার করে। অন্যান্য বছর যাহোক, এবার ভাঙন অন্যরকম। এই ভাঙন না ঠেকালে আমাদের গ্রাম ভাঙবে। ভাঙবে ফেরিঘাটও। তাহেরসহ স্থানীয় কয়েকজন বলেন, প্রতিবছরই টুকটাক ভাঙে। কিন্তু এবারের ভাঙনের গতি ভালো না। নদীতে পানি বাড়ার কারণে ভাঙন বেশি। এভাবে চললে আমাদের বাড়িঘর হুমকির মুখে পড়বে। অথচ কেউই পদক্ষেপ নিচ্ছে না। তাহলে এগুলো দেখবে কে? তারা বলেন, সারাটা বছর নদীর বিভিন্ন জায়গায় শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হয়। সেটির ভাগ নেওয়ার লোক আছে। কিন্তু এর জন্য এখন নদীভাঙন হচ্ছে, সেটি দেখার লোক নেই। এদিকে বিআইডব্লিউটিএর অধীনে থাকা ঘাট এলাকা দেখভালের সম্পূর্ণ দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সম্ভব হচ্ছে না সেটিও। ঘাট কর্তৃপক্ষ বলছে, নদী বন্দর বা ঘাটের আওতাধীন জমির সীমানা নির্ধারণ করে বিআইডব্লিউটিএকে মালিকানা দেখিয়ে ২০২৩ সালে রাষ্ট্রপতির নির্দেশক্রমে একটি অধ্যাদেশ বা গেজেট জারি করা হয়। এতে স্থানীয় প্রশাসনকে নির্দেশিত ঘাট এলাকা বিআইডব্লিউটিএকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সেটি এ পর্যন্তও বুঝিয়ে দেয়নি জেলা বা উপজেলা প্রশাসন। উল্টো পূর্বের ন্যায় ইজারা দিয়ে যাচ্ছে তারা। কিন্তু ঘাট বুঝে না পাওয়ায় ঘাট রক্ষণাবেক্ষণে তেমন ভূমিকা রাখতে পারছেন না বিআইডব্লিউটিএ বা ঘাট কর্তৃপক্ষ। ফলে এ বছরের ভাঙন রোধেও তাদের পক্ষ থেকে নেওয়া সম্ভব হয়নি তেমন পদক্ষেপ। বিআইডব্লিউটিএর নাজিরগঞ্জ ঘাট কার্যালয়ের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, এবার ভাঙন বেশি। এভাবে ভাঙতে থাকলে নদীগর্ভে ঘাট বিলীনের আশঙ্কা রয়েছে। সেরকম পরিস্থিতি হলে ঘাট এখান থেকে সরিয়ে নিতে হবে। কিন্তু এ অবস্থাতেও আমাদের তেমন কিছুই করার নেই। কারণ চিঠি দেওয়া বা বার বার যোগাযোগ করা হলেও স্থানীয় প্রশাসন গেজেট অনুযায়ী ঘাট ও এর আওতাধীন জমি আমাদের বুঝিয়ে দেয়নি। আপত্তি জানানো সত্ত্বেও উল্টো তারা ইজারা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এর আগে এসিল্যান্ড ও সংশ্লিষ্টদের নিয়ে সীমানা নির্ধারণে একটি কমিটি করা হয়। গেজেট অনুযায়ী সে সীমানা নির্ধারণ করে গত মে মাসে ইউএনওকে রিপোর্ট দেয়া হয়েছে। কিন্তু দু’মাসেও সে রিপোর্ট ডিসি সাহেবের কাছে যায়নি। এভাবেই সবকিছু ঝুলে আছে। আমরা আমাদের ঘাট ও সংশ্লিষ্ট এলাকা দেখভাল করতে পারছি না। এদিকে এই যে ভাঙন শুরু হয়েছে সে ব্যাপারে তারা কোনো পদক্ষেপও নিচ্ছেন না। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন, একেবারেই যদি ঘাট তাদের দখলে না থাকে, তাহলে তাদের কার্যক্রম চালাচ্ছেন কীভাবে। ২০২৩ সালে গেজেট হলেও সংশ্লিষ্ট কমিটি আমাকে রিপোর্ট দিয়েছে সম্প্রতি। স্থানীয় কিছু জটিলতা রয়েছে। সেগুলো নিষ্পত্তি করে রিপোর্ট ফরোয়ার্ড বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। নদীভাঙন রোধের ব্যাপারে তিনি বলেন, তারা যেমনটি বলছেন ভাঙনের ক্ষেত্রে ততোটাও সংকট সৃষ্টি হয়নি। এরইমধ্যে ওই এলাকায় ভাঙনরোধে কিছু কিছু কাজ হয়েছে। যে জায়গাগুলোতে হয়নি বা আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেগুলো আমরা নোট করেছি। সেগুলো নিয়ে দাপ্তরিক কাজ চলছে। এছাড়া প্রতিমুহূর্ত এগুলো পর্যবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া আছে। তেমন প্রয়োজন হলেই কাজ শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ