সড়কে গাড়ির অতিরিক্ত গতিই লিভারপুলের খেলোয়াড় দিয়োগো জোতার তাজা প্রাণ কেড়ে নিয়েছে বলে ধারণা করছে স্প্যানিশ পুলিশ। আইনপ্রয়োগকারী সংস্থাটির বিশ্বাস, গাড়ি চালানোর সময় গতিসীমা অতিক্রম করেছিলেন জোতা। গত মঙ্গলবার স্পেনের সিভিল গার্ড জানিয়েছে, গত বৃহস্পতিবারের দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন থাকলেও তারা মনে করছেন, জোতা অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই একটি টায়ার ফেটে যাওয়ায় তার ল্যাম্বরগিনি ব্রান্ডের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। দুর্ঘটনাকালে গাড়ির চালক জোতা নাকি তার ভাই আন্দ্রে সিলভা ছিলেন সেটি আগে জানায়নি পুলিশ। তবে গত মঙ্গলবার তারা জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে জোতাই চালক ছিলেন। পর্তুগিজ গণমাধ্যমে বলা হয়েছে, ২৮ বছর বয়সী জোতা উত্তর স্পেনের শহর সানতান্দারে যাচ্ছিলেন। সেখান থেকে ইংল্যান্ডের ফেরি ধরার কথা ছিল তার। সম্প্রতি ফুসফুসের চিকিৎসাজনিত কারণে পর্তুগিজ তারকাকে উড়োজাহাজে ভ্রমণ না করার পরামর্শ দেওয়ায় সড়ক পথে লিভারপুলের উদ্দেশে যাচ্ছিলেন। যাত্রাপথের এক নির্জন মহাসড়কে গাড়িতে আগুন ধরে গেলে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। ওই ডুয়েল ক্যারিজওয়ে অংশে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। মৃত্যুর দুইদিন পর গত শনিবার পর্তুগালের গোঁদোমার শহরে দুই ভাইকে সমাহিত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:০০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ