ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বায়ার্নের জয়রথ চলেছেই প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি এবার ব্রেন্টফোর্ডের কাছেও হোঁচট খেলো লিভারপুল ৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:০০ অপরাহ্ন
সড়কে গাড়ির অতিরিক্ত গতিই লিভারপুলের খেলোয়াড় দিয়োগো জোতার তাজা প্রাণ কেড়ে নিয়েছে বলে ধারণা করছে স্প্যানিশ পুলিশ। আইনপ্রয়োগকারী সংস্থাটির বিশ্বাস, গাড়ি চালানোর সময় গতিসীমা অতিক্রম করেছিলেন জোতা। গত মঙ্গলবার স্পেনের সিভিল গার্ড জানিয়েছে, গত বৃহস্পতিবারের দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন থাকলেও তারা মনে করছেন, জোতা অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই একটি টায়ার ফেটে যাওয়ায় তার ল্যাম্বরগিনি ব্রান্ডের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। দুর্ঘটনাকালে গাড়ির চালক জোতা নাকি তার ভাই আন্দ্রে সিলভা ছিলেন সেটি আগে জানায়নি পুলিশ। তবে গত মঙ্গলবার তারা জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে জোতাই চালক ছিলেন। পর্তুগিজ গণমাধ্যমে বলা হয়েছে, ২৮ বছর বয়সী জোতা উত্তর স্পেনের শহর সানতান্দারে যাচ্ছিলেন। সেখান থেকে ইংল্যান্ডের ফেরি ধরার কথা ছিল তার। সম্প্রতি ফুসফুসের চিকিৎসাজনিত কারণে পর্তুগিজ তারকাকে উড়োজাহাজে ভ্রমণ না করার পরামর্শ দেওয়ায় সড়ক পথে লিভারপুলের উদ্দেশে যাচ্ছিলেন। যাত্রাপথের এক নির্জন মহাসড়কে গাড়িতে আগুন ধরে গেলে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। ওই ডুয়েল ক্যারিজওয়ে অংশে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। মৃত্যুর দুইদিন পর গত শনিবার পর্তুগালের গোঁদোমার শহরে দুই ভাইকে সমাহিত করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স