ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আর্সেনালের সামনে দাঁড়াতে পারলোনা লিডস ইউনাইটেড ওয়েস্টহ্যামকে জলে চেলসির গোল বন্যা পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জয় পেলো বার্সা সৌরভ গাঙ্গুলিকে কোচ হিসেবে নিয়োগ দিলো প্রিটোরিয়া ক্যাপিটালস এশিয়া কাপের জন্য দল ঘোষণা দিলো আফগানিস্তান অক্টোবরে বাংলাদেশের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আফগানরা অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় ব্যবধানে হারলো নারী দল ‘স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে’ পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত সুজানগরের গাজনার বিল সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি!

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৮:০১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৮:০১:৫৪ অপরাহ্ন
ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি!
প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেক আগেভাগেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁসের দাবি করেছে ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’। আর এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। প্রকাশিত জার্সিতে আর্জেন্টিনার চিরাচরিত নকশায় কিছুটা পার্থক্য দেখা গেছে। যেখানে আকাশি-সাদার মিশ্রণ তো থাকছেই, একইসঙ্গে আকাশি রঙের মাঝে গাঢ় ও হালকা একাধিক প্রলেপ রয়েছে। যার শেষটা হয়েছে গাঢ় নীল দিয়ে। জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বি স্ট্রাইপে তিন রকম নীলের কেন্দ্রে থাকছে আকাশি রং। বাইরের অংশটা সাদা। যাকে কেন্দ্র করে দু’দিকে গাঢ় থেকে আরও গাঢ় স্তর মিলিয়ে ভিন্ন এক নকশা তৈরি করেছে। এভাবে তিন রকম নীলের এই স্ট্রাইপ আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়কে ফুটিয়ে তোলার পাশাপাশি একেবারে নতুন ও আধুনিক নকশার স্বাদ দেওয়ার কথাও আলোচনায় এসেছে। অপরদিকে, ডার্ক ব্লু রঙের ‘ভি’ আকৃতির গলা এবং সেটি একইভাবে পুনরাবৃত্তি করা হয়েছে জার্সির হাতায়। সাম্প্রতিক সময়ে জার্সিতে থাকা কালো তিনটি স্ট্রাইপ থাকছে নতুন নকশাকৃত কিটের কাঁধের অংশে। জার্সির ছবি ফাঁসকারী প্রতিষ্ঠান অপালিকের তথ্যমতে-সাদা ও আকাশি নীলের সঙ্গে এবার আধিক্য থাকছে নেভি ব্লু’র। জার্সির বুকের অংশে ডানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান অ্যাডিডাসের লোগো, মাঝে ফিফা ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো এবং বামে এএফএ’র তিন তারকাখচিত শিল্ড। তিনটি লোগোই আবার সোনালী রঙের। এ ছাড়া জার্সির সঙ্গে মিলিয়ে নেভি ব্লু শর্ট ও লম্বা মোজা পরবেন ফুটবলাররা। প্রসঙ্গত, ২০২৬ সালের জুনে পরবর্তী বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা হবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলের অংশগ্রহণ। ফুটবলের অভিজাত এই আসরে খেলবে ৪৮টি দল। ১৯৯৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অংশ নিয়ে আসছিল ৩২টি দেশ। যাকে ফিফা আগামী বিশ্বকাপ থেকে আরও বর্ধিত আকারে রূপ দিচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। এর বাইরে ২০২৬ বিশ্বকাপে উঠেছে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো খেলবে স্বাগতিক হিসেবে। এখন পর্যন্ত সবমিলিয়ে জায়গা নিশ্চিত করেছে ১০টি দেশ। এর আগে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের দীর্ঘ সাড়ে তিন দশকের খরা কাটায় স্কালোনি-মেসির আর্জেন্টিনা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স