ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি! ফ্লুমিনেন্সকে কাঁদিয়ে ফাইনালে চেলসি ইনজুরিতে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা টিভি স্বত্ব বিক্রি করতে পারছে না বিসিবি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আজ মাঠে নামবে টাইগাররা বৈষম্য নিরসনে ৮ দফা বড়ুয়া জনগোষ্ঠীর অব্যাহতি বেআইনি চুন্নু এখনো মহাসচিব-আনিসুল নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু ৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সাংবাদিক দম্পতি শাকিল-রুপার গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩ মৃত্যু ৪২৫ হাসপাতালে ভর্তি দুই শতাধিক এনবিআর কর্মকর্তার ক্ষমা প্রার্থনা শৃঙ্খলায় ফেরার ইঙ্গিত ৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-উপদেষ্টা

ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি!

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৮:০১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৮:০১:৫৪ অপরাহ্ন
ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি!
প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেক আগেভাগেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁসের দাবি করেছে ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’। আর এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। প্রকাশিত জার্সিতে আর্জেন্টিনার চিরাচরিত নকশায় কিছুটা পার্থক্য দেখা গেছে। যেখানে আকাশি-সাদার মিশ্রণ তো থাকছেই, একইসঙ্গে আকাশি রঙের মাঝে গাঢ় ও হালকা একাধিক প্রলেপ রয়েছে। যার শেষটা হয়েছে গাঢ় নীল দিয়ে। জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বি স্ট্রাইপে তিন রকম নীলের কেন্দ্রে থাকছে আকাশি রং। বাইরের অংশটা সাদা। যাকে কেন্দ্র করে দু’দিকে গাঢ় থেকে আরও গাঢ় স্তর মিলিয়ে ভিন্ন এক নকশা তৈরি করেছে। এভাবে তিন রকম নীলের এই স্ট্রাইপ আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়কে ফুটিয়ে তোলার পাশাপাশি একেবারে নতুন ও আধুনিক নকশার স্বাদ দেওয়ার কথাও আলোচনায় এসেছে। অপরদিকে, ডার্ক ব্লু রঙের ‘ভি’ আকৃতির গলা এবং সেটি একইভাবে পুনরাবৃত্তি করা হয়েছে জার্সির হাতায়। সাম্প্রতিক সময়ে জার্সিতে থাকা কালো তিনটি স্ট্রাইপ থাকছে নতুন নকশাকৃত কিটের কাঁধের অংশে। জার্সির ছবি ফাঁসকারী প্রতিষ্ঠান অপালিকের তথ্যমতে-সাদা ও আকাশি নীলের সঙ্গে এবার আধিক্য থাকছে নেভি ব্লু’র। জার্সির বুকের অংশে ডানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান অ্যাডিডাসের লোগো, মাঝে ফিফা ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো এবং বামে এএফএ’র তিন তারকাখচিত শিল্ড। তিনটি লোগোই আবার সোনালী রঙের। এ ছাড়া জার্সির সঙ্গে মিলিয়ে নেভি ব্লু শর্ট ও লম্বা মোজা পরবেন ফুটবলাররা। প্রসঙ্গত, ২০২৬ সালের জুনে পরবর্তী বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা হবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলের অংশগ্রহণ। ফুটবলের অভিজাত এই আসরে খেলবে ৪৮টি দল। ১৯৯৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অংশ নিয়ে আসছিল ৩২টি দেশ। যাকে ফিফা আগামী বিশ্বকাপ থেকে আরও বর্ধিত আকারে রূপ দিচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। এর বাইরে ২০২৬ বিশ্বকাপে উঠেছে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো খেলবে স্বাগতিক হিসেবে। এখন পর্যন্ত সবমিলিয়ে জায়গা নিশ্চিত করেছে ১০টি দেশ। এর আগে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের দীর্ঘ সাড়ে তিন দশকের খরা কাটায় স্কালোনি-মেসির আর্জেন্টিনা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত