ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আর্সেনালের সামনে দাঁড়াতে পারলোনা লিডস ইউনাইটেড ওয়েস্টহ্যামকে জলে চেলসির গোল বন্যা পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জয় পেলো বার্সা সৌরভ গাঙ্গুলিকে কোচ হিসেবে নিয়োগ দিলো প্রিটোরিয়া ক্যাপিটালস এশিয়া কাপের জন্য দল ঘোষণা দিলো আফগানিস্তান অক্টোবরে বাংলাদেশের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আফগানরা অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় ব্যবধানে হারলো নারী দল ‘স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে’ পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত সুজানগরের গাজনার বিল সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আজ মাঠে নামবে টাইগাররা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৭:৪১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৭:৪১:৪৭ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আজ মাঠে নামবে টাইগাররা
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে জয়ের ধারায় ফিরে আসার লক্ষ্যে বাংলাদেশ পারফরমেন্সের উন্নতির আশা করছে। আজ বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে টি২০ সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ। ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচে না থাকা লিটন দাস বাংলাদেশ টি২০ দলকে নেতৃত্ব দিবেন। টি২০ ফর্মেটে গত পাঁচ ম্যাচেই পরাজিত হয়েছে বাংলাদেশ। যদিও গত বছরের শেষের দিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর, বাংলাদেশ এই ফরমেটে ধারাবাহিকতা বজায় রাখার আশা করছে। তবে মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়ের হতাশা পুরো দলকে ভুগিয়েছে। পরের সপ্তাহেই পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হতে হয়। টি২০ ফর্মেটে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার-হিটিং দক্ষতা সবসময়ই প্রশ্নের মুখে পড়েছে। আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে বিষয়টি আরো বেশী করে সামনে এসেছে। ঐ সিরিজের পর থেকে ভিন্ন ট্রেনিং সেশনে ব্যাটাররা পাওয়ার-হিটিং নিয়ে কাজ করেছে। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান খেলতে পারেননি। তবে লংকানদের বিপক্ষে পূর্ন শক্তির পেস আক্রমন নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মুস্তাফিজ অবশ্য আইপিএল’এ যোগ দেবার আগে আরব আমিরাতের বিপক্ষে শুধুমাত্র প্রথম টি২০ ম্যাচটি খেলেছিলেন।
বাংলাদেশ দল-
লিটস দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমার, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মো: সাইফুদ্দিন।

 
শ্রীলংকা দল-
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশাল পেরেইরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দিনুথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসি, চামিকা করুনারত্নে, মাতিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, এহসান মালিঙ্গা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স