ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সাংবাদিক দম্পতি শাকিল-রুপার গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩ মৃত্যু ৪২৫ হাসপাতালে ভর্তি দুই শতাধিক এনবিআর কর্মকর্তার ক্ষমা প্রার্থনা শৃঙ্খলায় ফেরার ইঙ্গিত ৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-উপদেষ্টা যারা পিআর চায় তারা আ’লীগকে ফেরাতে চায় : দুদু যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না-অর্থ উপদেষ্টা বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই সুযোগ-সিইসি রাঙামাটিতে টানা বৃষ্টি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম দুর্ভোগে লক্ষাধিক মানুষ জেলায় জেলায় বন্যা জনদুর্ভোগ প্রশাসনিক স্থবিরতার কারণে ‘মব’ বৃদ্ধি পাচ্ছে-রিজভী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩ গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে রাষ্ট্র বিনির্মাণ করবো- নাহিদ

চট্টগ্রামে প্রকৌশলী হত্যা মামলায় মা ও দুই ভাই গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে প্রকৌশলী হত্যা মামলায় মা ও দুই ভাই গ্রেফতার
চট্টগ্রামের রাউজান থানার প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলায় মা ও দুই ভাইকে গ্রেপ্তারকে করেছে র‌্যাব-৭। গ্রেপ্তাররা হলেন, রাউজান থানার এয়াছিন নগর এলাকার মো. নুরুল ইসলাম স্ত্রী শহিদা বেগম (৬০), তার ছেলে মো. নাজিম উদ্দিন (৩৫) ও মো. দিদারুল আলম (৩৩)। র‌্যাব-৭ জানায়, প্রকৌশলী নুরুল আলম বকুল নিজ নামে কেনা জায়গা নিয়ে তার অন্য ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে আপন ভাইদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। পরবর্তীতে মামলাকে কেন্দ্র করে প্রকৌশলী নুরুলকে আপন ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা হত্যার হুমকি দিয়ে আসছিলো। গত ৩১ এপ্রিল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নুরুল নিজ বাড়ি গেলে বড় ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র, দা, কোড়াল এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত এবং মাথায় গুরুত্বর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় নুরুলের আত্মচিৎকারে ছোটভাই রাজু ,তার স্ত্রী এবং স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার ছোট ভাই মোহাম্মদ রাজু আহাম্মদ বাদী হয়ে রাউজান থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রকৌশলী নুরুল হত্যা মামলায় প্রধান আসামি মো. নাজিম উদ্দিন হাটহাজারী থানার চৌধুরী হাট এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল পাঁচটার দিকে অভিযান চালিয়ে মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নাজিমের দেওয়া তথ্যমতে একই থানার বড়দিঘীরপাড় বাজার মো. দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে একই থানার লালিয়ারহাট এলাকা থেকে শহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের তাদের হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত