ঢাকা , সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আর্সেনালের সামনে দাঁড়াতে পারলোনা লিডস ইউনাইটেড ওয়েস্টহ্যামকে জলে চেলসির গোল বন্যা পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জয় পেলো বার্সা সৌরভ গাঙ্গুলিকে কোচ হিসেবে নিয়োগ দিলো প্রিটোরিয়া ক্যাপিটালস এশিয়া কাপের জন্য দল ঘোষণা দিলো আফগানিস্তান অক্টোবরে বাংলাদেশের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আফগানরা অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় ব্যবধানে হারলো নারী দল ‘স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে’ পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত সুজানগরের গাজনার বিল সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

চট্টগ্রামে প্রকৌশলী হত্যা মামলায় মা ও দুই ভাই গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে প্রকৌশলী হত্যা মামলায় মা ও দুই ভাই গ্রেফতার
চট্টগ্রামের রাউজান থানার প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলায় মা ও দুই ভাইকে গ্রেপ্তারকে করেছে র‌্যাব-৭। গ্রেপ্তাররা হলেন, রাউজান থানার এয়াছিন নগর এলাকার মো. নুরুল ইসলাম স্ত্রী শহিদা বেগম (৬০), তার ছেলে মো. নাজিম উদ্দিন (৩৫) ও মো. দিদারুল আলম (৩৩)। র‌্যাব-৭ জানায়, প্রকৌশলী নুরুল আলম বকুল নিজ নামে কেনা জায়গা নিয়ে তার অন্য ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে আপন ভাইদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। পরবর্তীতে মামলাকে কেন্দ্র করে প্রকৌশলী নুরুলকে আপন ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা হত্যার হুমকি দিয়ে আসছিলো। গত ৩১ এপ্রিল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নুরুল নিজ বাড়ি গেলে বড় ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র, দা, কোড়াল এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত এবং মাথায় গুরুত্বর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় নুরুলের আত্মচিৎকারে ছোটভাই রাজু ,তার স্ত্রী এবং স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার ছোট ভাই মোহাম্মদ রাজু আহাম্মদ বাদী হয়ে রাউজান থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রকৌশলী নুরুল হত্যা মামলায় প্রধান আসামি মো. নাজিম উদ্দিন হাটহাজারী থানার চৌধুরী হাট এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল পাঁচটার দিকে অভিযান চালিয়ে মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নাজিমের দেওয়া তথ্যমতে একই থানার বড়দিঘীরপাড় বাজার মো. দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে একই থানার লালিয়ারহাট এলাকা থেকে শহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের তাদের হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স