
রাজধানীতে দুই যুবকের লাশ উদ্ধার
- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫১:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫১:৩৯ পূর্বাহ্ন


রাজধানীর কামরাঙ্গীরচর ও ডেমরা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মো. হাসান (২৬) ও মো. মারুফ (২২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা মৃত হাসানের স্বজন মো. সবুজ জানিয়েছেন, রাজধানীর কামরাঙ্গীচরের জান্নাতবাগে একটি ভাড়া বাসায় রাত আনুমানিক দেড়টার দিকে বাথরুমের ভেন্টিলেটের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় হাসান। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের আব্দুর রবের ছেলে। বর্তমানে জান্নাতবাগ দুই নম্বর গলি মনিরের দ্বিতীয় তলার বাসায় ভাড়া থাকতো। অপরদিকে, একই দিন রাতে ডেমরা থানা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে মো. মারুফ (২২) নামে আরেক যুবক মারা গেছেন। সে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। ধামরাই উপজেলার কাজীয়ারকন্ডু বড় খুচরিয়া গ্রামের ফেলু বেপারীর ছেলে মারুফ। হাসপাতালে নিয়ে আসা মৃতের স্বজন ফরিদা বেগম জানিয়েছেন, ডেমরা মাদ্রাসা রোডের বাড়ির মালিক এনামুল হকের তৃতীয় তলা ভবনে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন মারুফ। ভিকটিমের সহকর্মীরা থানায় সংবাদ দিলে, পুলিশ এসে তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ