ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৪৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৪৮:২০ পূর্বাহ্ন
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ও পরমাণু শক্তি কমিশনের মাঝামাঝি সড়ক থেকে ককটেল সদৃশ একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিসপোজাল ইউনিট) বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।এর আগে রাত ৯টা ৩০ মিনিটে সংবাদ পেয়ে সড়কের মাঝখানে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। ওসি জানান, এরপর বিষয়টি যাচাই করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে তারা ককটেল সদৃশ বোমা হিসেবে শনাক্ত করে নিষ্ক্রিয় করে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ধোঁয়া দেখা দেয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দু-একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করেনি। একই দিনে রাজধানীর আরও দুটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রমনা থানার ডিডিটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, দুপুরে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে এবং বিকালে মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।এসআই জাহিদুল ইসলাম আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স