ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৪৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৪৮:২০ পূর্বাহ্ন
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ও পরমাণু শক্তি কমিশনের মাঝামাঝি সড়ক থেকে ককটেল সদৃশ একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিসপোজাল ইউনিট) বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।এর আগে রাত ৯টা ৩০ মিনিটে সংবাদ পেয়ে সড়কের মাঝখানে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। ওসি জানান, এরপর বিষয়টি যাচাই করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে তারা ককটেল সদৃশ বোমা হিসেবে শনাক্ত করে নিষ্ক্রিয় করে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ধোঁয়া দেখা দেয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দু-একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করেনি। একই দিনে রাজধানীর আরও দুটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রমনা থানার ডিডিটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, দুপুরে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে এবং বিকালে মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।এসআই জাহিদুল ইসলাম আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ