ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প

নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:১২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:১২:১৬ অপরাহ্ন
নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটেয়াও রাজ্যে সশস্ত্র গ্যাংয়ের অতর্কিত হামলায় গ্রামের স্বেচ্ছাসেবী আত্মরক্ষা দলের অন্তত ৪০ জন নিহত হয়েছেন। রেড ক্রস ও স্থানীয় বাসিন্দারা গতকাল মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। বছরের পর বছর ধরে ভারী সশস্ত্র দলগুলো নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলীয় গ্রামীণ এলাকায় আক্রমণ তীব্র করে তুলেছে, যেখানে প্রশাসনের উপস্থিতি কম। তারা হাজার হাজার মানুষকে হত্যা ও মুক্তিপণের জন্য অপহরণ করছে। প্লাটেয়াও রাজ্যের রেড ক্রস সচিব নুরুদ্দিন হুসাইন মাগাজি বলেন, কুকাওয়া গ্রামে রবিবার শতাধিক পাহারাদার অতর্কিত হামলার শিকার হয়। এতে ৩০ জন নিহত হয়। নিকটবর্তী বুনিয়ান নালুম গ্রামে সংঘর্ষে ১০ জন পাহারাদার নিহত হওয়ার পর তারা যখন পুনরায় সংগঠিত হচ্ছিল, তখন এই হামলাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় একজন বাসিন্দা। মাগাজি আরো বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মীদের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অনির্দিষ্টসংখ্যক আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। অন্তত ৩০টি মৃতদেহ এখন স্থানীয় হাসপাতালে পড়ে আছে।’ এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ছাড়া স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা রাতের বেলায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা নির্দিষ্ট ভাবে জানায়নি তারা। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যটি কৃষক ও রাখালদের মধ্যে ভূমি ও প্রাকৃতিক সম্পদ ঘিরে সহিংস সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠেছে। তবে স্থানীয় কর্মকর্তারা রবিবারের হামলার জন্য দায়ী করেছেন তথাকথিত দস্যুদের, যাদের নাইজেরিয়ায় সাধারণত অপরাধী সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়। সূত্র : এএফপি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স