ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৫৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৫৭:৩৫ অপরাহ্ন
মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’
জেমস গান তার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। দর্শক এবার পাবে নতুন সুপারম্যান। ডেভিড কোরেন্সওয়েট অভিনয় করছেন সুপারম্যান চরিত্রে। এ চরিত্রে নতুন অভিনেতা পাওয়ার পাশাপাশি এবারের সিনেমার গল্পেও নতুনত্ব থাকার আভাস পেয়েছে সবাই। ট্রেলার প্রকাশেরও আগে থেকে দর্শক সে ধারণা পেয়েছে। এবার সিনেমা মুক্তির আগে আগে আগ্রহ আরো বাড়ছে যে কী থাকবে জেমস গানের সুপারম্যানে। সম্প্রতি এ নিয়ে কিছু কথা বললেন তিনি। দর্শকের আগ্রহের জায়গাটি তিনি পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন, সুপারম্যান আসলে পৃথিবীতে এমন এক অভিবাসী যিনি ভিন্ন গ্রহ থেকে এসেছেন। এ সিনেমা মানবতার গল্প বলবে। দ্য টাইমস অব লন্ডনের সানডে প্রোফাইলের সঙ্গে আলাপে জেমস গান জানান যে গভীরভাবে বিচার করলে এটি মূলত দ্য স্টোরি অব আমেরিকা। অন্যদিকে এক ব্যক্তির গল্প নিজের ঘর ছেড়ে নতুন ঘরের সন্ধান করছে। তিনি বলেন, ‘আমি আসলে বলতে চাইছি যে সুপারম্যান আমেরিকার গল্পটাই তুলে ধরে। আমেরিকা তো অভিবাসীদের দ্বারাই তৈরি হয়েছে। সুপারম্যানও ভিন্ন গ্রহ থেকে পৃথিবীতে এসে বসবাস করার পাশাপাশি নিজের জন্য একটা ঘর তৈরির চেষ্টা করেছে। তবে আমার কাছে এর গল্পটা মানবতার। যে মানবতা আমরা হারিয়ে ফেলেছি এবং দিনদিন আরো হারাচ্ছি।’ কিন্তু এমন একটা গল্প বলার সমস্যা আছে। বিশ্বের নানা কোণ থেকে নানা ধরনের মানুষ সিনেমার ভিন্ন অর্থ তৈরি করতে পারে। বিশেষত এ সময়ে অভিবাসীদের নিয়ে বিশ্ব সংকটে আছে। এছাড়া বিশ্বজুড়ে চলছে নানা রকম যুদ্ধ। ফলে প্রতিটি গ্রুপই নিজের মতো করে সিনেমার ব্যাখ্যা-অপব্যাখ্যা করবে এমনটাই স্বাভাবিক। বিষয়টা গানও জানেন, কিন্তু তিনি নিজের জায়গায় স্থির থাকতে চান। এ নিয়ে জেমস গান বলেন, ‘ভিন্ন মানুষের কাছে এটা ভিন্ন অর্থ নিয়ে ধরা দেবে। কিন্তু গল্পটা মানুষের প্রতি মানুষের দরদের। অবশ্য চারপাশে আজেবাজে মানুষের তো অভাব নেই। কেউ হয়তো বিষয়গুলোকে নেতিবাচকভাবে প্রচার করবে। এদের পাত্তা দেয়ার কিছু নেই।’ তবে বিষয়টি যে রাজনৈতিক, তাতে তো সন্দেহ নেই। এটি গানও স্বীকার করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, বিষয়টা রাজনীতির। কিন্তু অন্য দিক থেকে ভাবুন। বিষয়টা কিন্তু নীতি ও আদর্শের। আপনার অকারণে কাউকে হত্যা করার অধিকার নেই। সুপারম্যান এ কথায় বিশ্বাস করে আর লুইসের সঙ্গে তার সম্পর্কের মধ্যেও কিন্তু এ বিষয়গুলো আসে।’ মুক্তির অপেক্ষায় থাকা সুপারম্যানে লেক্স লুথর চরিত্রে আছেন নিকোলাস হল্ট, গ্রিন ল্যান্টার্ন চরিত্রে নাথান ফিলিওন, লুইস লেন চরিত্রে র?্যাচেল ব্রশনাহান ও সুপারম্যান চরিত্রে থাকছেন ডেভিড কোরেন্সওয়েট। সিনেমাটির জন্য ডেভিডকে বেশ খাটতে হয়েছে। সবসময়ই সিনেমায় দেখানো হয়েছে দুনিয়াকে রক্ষা করার দায়িত্ব সুপারম্যানের। সে চরিত্রে এর আগে অনেকেই অভিনয় করেছেন। এর মধ্যে টাইলার হোকলিন ও হেনরি ক্যাভিল অন্যতম। ক্যাভিল সবচেয়ে সাম্প্রতিক অভিনেতা এ চরিত্রের। সম্প্রতি কোরেন্সওয়েট জানালেন, তিনি এ দুই অভিনেতার কাছেই চরিত্রে নিজেকে প্রস্তুত করার পরামর্শ চেয়েছিলেন। তারা দুজনই ডেভিডকে উৎসাহ দিয়েছেন কিন্তু কোনো রকম পরামর্শ দেননি। সম্প্রতি সিনেমার একটি প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন ডেভিড। সেখানে তিনি বলেন, ‘তারা দুজনই নিজেদের ভাষায় আমাকে বলেছেন যে কোনো রকম পরামর্শ তারা দেবেন না। আমার মনে হয় এটা সুপারম্যানসুলভ কথাই বলেছেন তারা। কারণ সুপারম্যান কখনো অন্যকে বলে দেয় না তাদের কী করণীয়।’ তবে দুই অভিনেতাই ডেভিডকে উৎসাহ দিয়েছেন। এ নিয়ে ডেভিড বলেন, ‘তারা আমাকে উৎসাহ দিয়েছেন। এমনভাবে বলেছেন যেন বিষয়টাকে আমি বোঝা হিসেবে না নিয়ে উপভোগ করার চেষ্টা করি। তাদের সঙ্গে কথা বলেও আমার ভালো লেগেছে। দেখা হয়নি, তবে এ দুই তারকার সঙ্গে দেখা করে একদিন অনেক গল্প করার ইচ্ছা আছে।’ সুপারম্যান এ সময়ে নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ডিসির অবস্থা ভালো নয়। সে দুরবস্থা কাটানোর অন্যতম উপায় সুপারম্যানের সাফল্য। এর আগে ‘দ্য ফ্ল্যাশ’ নিয়ে আশা থাকলেও তা কাজ করেনি। এবার দেখার বিষয় সুপারম্যান দিয়ে গান ভাগ্য ফেরাতে পারেন কিনা ডিসির। সিনেমাটি আন্তর্জাতিক ভাবে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স