হম্বলে ফিল্মস অবশেষে ফিরিয়ে আনছে কান্তারার জগতে-তবে এবার আরও গভীরে, আরও পুরোনো কালে। ঋষভ শেট্টির জন্মদিনে প্রকাশিত হল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর প্রথম ঝলক-যেখানে দেখা মিলল তার আগুনচোখা, তরবারিধারী এক মধ্যযুগীয় যোদ্ধার রূপে! ২০২২-এর কানতারা যেখানে শেষ হয়েছিল, ‘চ্যাপ্টার ১’ শুরু হবে তার বহু আগে। এই গল্প তুলে ধরবে দেবতা, বিশ্বাস, জমি এবং মানুষের অস্তিত্বের লড়াই-যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে সাক্ষী এবং শাস্তিকারী। পোস্টারে ঋষভ শেট্টি যেন কোনও এক অতিপ্রাকৃত যুদ্ধের দেবতা, যেখানে বিশ্বাস আর রক্ত একাকার। এ ছবির শুটিংয়ের যাত্রা একেবারেই মসৃণ ছিল না-বন দফতরের নোটিস, নৌকাডুবি, এবং এক জুনিয়র আর্টিস্টের মর্মান্তিক মৃত্যু। তবু সব বাধা পেরিয়ে ঘোষণা এসেছে-ছবির মুক্তি দিন ঠিকই থাকবে। অভিনেতা ও পরিচালক রিশভ শেট্টি-র জন্মদিনে হোমবালে ফিল্মস প্রকাশ করল বহু প্রতীক্ষিত প্রিক্যুেয়ল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর প্রথম পোস্টার-আর সেই মুহূর্তেই ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। পোস্টারে দেখা গেল, এক রহস্যঘন, চোখে আগুন ধরা যুদ্ধবাজ রিশভ শেট্টিকে- হাতে তরোয়াল, কাঁধে মহাকাব্যিক রাগ, আর পিছনে তাণ্ডবের আগুন। পোস্টের ক্যাপশনে ছবি প্রযোজনা সংস্থা লিখল-“যেখানে জন্ম নেয় কিংবদন্তিরা, আর জঙ্গলের গর্জন প্রতিধ্বনিত হয়-সেখানেই শুরু কান্তারার মহাকাব্য।” ঋষভ শেট্টি নিজেই এই ছবির চিত্রনাট্য, পরিচালনা ও মুখ্য অভিনেতার ভূমিকায়। প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর এবং চালুভে গৌড়া। ছবিতে থাকছে এমন সব যুদ্ধদৃশ্য, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন। সিনেমাটিতে রয়েছে এক বিশাল স্কেল-এ যুদ্ধদৃশ্য-জাতীয় ও আন্তর্জাতিক কোরিওগ্রাফারের নেতৃত্বে ৫০০ যোদ্ধা এবং ৩০০০ জন অংশগ্রহণকারীর মাধ্যমে হবে সেই দৃশ্যায়ন। চলতি বছরের ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী এবং দশেরা উপলক্ষে এই প্রিক্যুেয়ল বিশ্বব্যাপী মুক্তি পাবে বড়পর্দায়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক
- আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৩৬:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৩৬:৩৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ