ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা যে কারণে রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের আপত্তি পোশাকের কারণে সমালোচনার মুখে নেহা কক্কর প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো অবশেষে বড়ো পর্দায় ফিরছেন মিম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৫:২২ অপরাহ্ন
৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বৈঠক করেছেন। গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত এ বৈঠকে মুক্তিযুদ্ধ-বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ জন জুলাইযোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের জন্য ব্যয় করা অর্থের পরিমাণ ৭৮ কোটি ৫২ লাখ টাকা। প্রতিবেদনে গৃহীত অন্যান্য পদক্ষেপ তুলে ধরে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৪৪ জন এবং শ্রেণিবিন্যাস অনুযায়ী ১২ হাজার ৪৩ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২৮ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর প্রতিষ্ঠার গেজেট প্রকাশিত হয়েছে। এরপর ১৭ জুন ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের জন্য ২০টি পদ সৃষ্টি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ৭৫৫টি শহীদ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৫ কোটি ৫৬ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদানের জন্য ব্যাংকে চেক দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৬৭২ জন উত্তরাধীকারীকে সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছে। জুলাইযোদ্ধাদের চেক বিতরণ তথ্য সম্পর্কে বলা হয়েছে, ‘এ’ ক্যাটাগরির ৪৯৩ জন জুলাইযোদ্ধার প্রত্যেককে মোট ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকার চেক, ‘বি’ ক্যাটাগরির ৯০৮ জন জুলাইযোদ্ধার প্রত্যেককে মোট ১ লাখ টাকা করে মোট ৯ কোটি ৮ লাখ টাকার চেক এবং ‘সি’ ক্যাটাগরির ১০ হাজার ৬৪২ জন জুলাইযোদ্ধার প্রত্যেককে মোট ১ লাখ টাকা করে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা, ২০২৫’ চূড়ান্ত করে অর্থ বিভাগের সম্মতির জন্য পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর (কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০২৫’ অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স