ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্তের বাড়ি পোড়ালো বিক্ষুব্ধরা ইশরাককে মেয়র পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৭৯

বিএনপির আমলে রক্তপাত ছাড়া কোনো নির্বাচন হয়নি : কাদের

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৪:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৪:১৯:৫৩ অপরাহ্ন
বিএনপির আমলে রক্তপাত ছাড়া কোনো নির্বাচন হয়নি : কাদের ওবায়দুল কাদের
রক্তপাত ছাড়া বিএনপির আমলে এদেশে কোনো নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদেরতবে আওয়ামী লীগের আমলে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রাণহানি ঘটছে না বলে জানান তিনিগতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেনওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার উপস্থিতি ৩০ শতাংশের বেশিআগামীকাল প্রকৃত টার্ন আউটের বিষয়টি আমরা সঠিকভাবে জানতে পারবোএখানে একটা বিষয় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় নাএখানে কিছু সংঘাত-বিরোধ হয়পশ্চিমবঙ্গে তো প্রাণহানি ঘটেছে পঞ্চায়েত নির্বাচনেওআমাদের এখানে ৭ জানুয়ারি নির্বাচনও ক্যাজুয়ালিটি মুক্ততিনি বলেন, আজ ভোটাররা কেন্দ্রে আসেনি, একথা বলেন! এটা তো একটা স্থানীয় সরকার নির্বাচনজাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪২ শতাংশের বেশিআপনারা যে নির্বাচন করেছেন ১৫ ফেব্রুয়ারি নির্বাচন, বিবিসি বলেছিল ৫ শতাংশ মাত্র টার্ন আউটতখন সরকারিভাবে নির্বাচন কমিশন ২১ শতাংশ বলেছিলআপনাদের জাতীয় নির্বাচনে উপস্থিতি ছিল ২১ শতাংশ, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে ৩০ শতাংশ কম কীসে? আমি এটাকে ভালো বলবো নাতিনি আরও বলেন, রক্তপাত ছাড়া বিএনপির আমলে এদেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নিবিএনপি ভোট নিয়ে মিথ্যাচার করছেআমাদের দেশে এক শ্রেণির বুদ্ধিজীবী আছে, টিআইবি আছে, তাদের মিথ্যাচার আছেমানুষের আগ্রহ নষ্ট করতে তারা নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছেউপস্থিতি যেটাই হয়েছে, আমি ভালো বলবো না, তবে মোটামুটি সন্তোষজনক
ওবায়দুল কাদের বলেন, আজকে বিদ্যমান পরিস্থিতিতে টার্ন আউট নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেইদুইটা পর্যায়ের নির্বাচন হয়েছেএ নির্বাচন নিয়ে মারপিট-সংঘর্ষ হবে, শেষ পর্যন্ত কী হলো? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেইপ্রথম পর্যায়েও নেই, এ পর্যায়েও নেইইলেকশন শান্তিপূর্ণ হয়েছেএক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের কাজ সঠিকভাবে করতে পেরেছে বলে মনে করেন তিনিসাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা ভিসানীতির প্রয়োগ নয়, এপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ হয়েছে বলে জানান ওবায়দুল কাদেরতিনি বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছেজেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেয়া হয়েছে সেটা ভিসানীতির প্রয়োগ নয়, এটি এপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগসেখানে এপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সেটা প্রয়োগ করা হয়েছে
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ