ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ কলাপাড়ায় ৬ জেলে নিয়ে আবারও ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৯ জেলের সন্ধান মিলেনি ভূরুঙ্গামারীতে মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৪০ লাখ টাকার সম্পদ আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কেবল পরিচালন ব্যবস্থায়- ঢাবি উপাচার্য ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু তিনজনই ঢাকায় মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার জড়িত বিমানের কর্মচারীরাও গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা

ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ?

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ?
যশোর থেকে শেখ দিনু আহমেদ যশোরের ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক ফ্যাসিস্ট রেজাউল করিম তার নিজ অফিসটিকে ঘুষ-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তার দাবি অনুযায়ী প্রতিটি ঠিকাদারি কাজের বিল ছাড়াতে টাকা না দিলে তিনি ব্যাপক হয়রানি করেন ঠিকাদারদের। হিসাব রক্ষক রেজাউল করিম ঠিকাদারদের কাছ থেকে প্রতিটি বিলের জন্য এমবি বই বাবদ ১ হাজার, উপজেলা প্রকৌশলীর নামে ২০ হাজার, এসও’র নামে ১০ হাজার, হিসাব রক্ষক রেজাউল করিম তার নিজের নামে ৫ হাজার, এজি অফিসের নামে ৫ হাজার, কম্পিউটার ম্যানের জন্য ২ হাজার ও অফিস পিওন এর নামে ১ হাজার টাকা দাবি করেন।যেসব ঠিকাদাররা তার দাবিকৃত ঘুষ দিতে ব্যর্থ হন তাদেরকে তিনি ব্যাপক হয়রানি করেন। অথচ বর্তমান ইউএনও’র আমলে প্রত্যেক ঠিকাদার ওই উপজেলায় কাজ করে লাভের স্থলে লোকসান দিচ্ছেন। এদিকে দীর্ঘদিন ধরে হিসাব রক্ষক রেজাউল করিম এভাবে ঠিকাদারদের জিম্মি করে ওপেন ভাবে ঘুষ আদায় করছেন।তিনি ওই অফিসে যতোদিন আছেন ততোদিন ধরেই এভাবে অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার এ অভিযোগ করেছেন। সর্বশেষ তিনি যশোরের একজন সাংবাদিক নেতা যিনি ঠিকাদারি কাজের বিল আনতে গেলে তাঁর কাছে উল্লেখিত খাতে ঘুষ দাবি করেন তিনি। ওই ঠিকাদার বলেছেন, ঝিকরগাছা উপজেলায় ঠিকাদারি কাজ করে তাঁর ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। কাজেই তিনি হিসাব রক্ষকের দাবি পুরণ করতে ব্যর্থ হন। এ ঘটনার পর তিনি ফুলে পেঁপে ঢোল হয়ে যান এবং ওই উপজেলা প্রকৌশলীর কাছে ঠিকাদারের নামে অভিযোগ দেন। চাহিদা মাফিক ঘুষ না পেয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই সাংবাদিক নেতাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ান। সর্বশেষ ঝিকরগাছা প্রেসক্লাবের এক সাংবাদিক নেতার হস্তক্ষেপে তিনি বিলের চেক দিতে বাধ্য হন। এ ব্যাপারে অভিযুক্ত হিসাব রক্ষক রেজাউল করিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের ব্যাপারে হা-না কোনো উত্তর দেননি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ