ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ?

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ?
যশোর থেকে শেখ দিনু আহমেদ যশোরের ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক ফ্যাসিস্ট রেজাউল করিম তার নিজ অফিসটিকে ঘুষ-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তার দাবি অনুযায়ী প্রতিটি ঠিকাদারি কাজের বিল ছাড়াতে টাকা না দিলে তিনি ব্যাপক হয়রানি করেন ঠিকাদারদের। হিসাব রক্ষক রেজাউল করিম ঠিকাদারদের কাছ থেকে প্রতিটি বিলের জন্য এমবি বই বাবদ ১ হাজার, উপজেলা প্রকৌশলীর নামে ২০ হাজার, এসও’র নামে ১০ হাজার, হিসাব রক্ষক রেজাউল করিম তার নিজের নামে ৫ হাজার, এজি অফিসের নামে ৫ হাজার, কম্পিউটার ম্যানের জন্য ২ হাজার ও অফিস পিওন এর নামে ১ হাজার টাকা দাবি করেন।যেসব ঠিকাদাররা তার দাবিকৃত ঘুষ দিতে ব্যর্থ হন তাদেরকে তিনি ব্যাপক হয়রানি করেন। অথচ বর্তমান ইউএনও’র আমলে প্রত্যেক ঠিকাদার ওই উপজেলায় কাজ করে লাভের স্থলে লোকসান দিচ্ছেন। এদিকে দীর্ঘদিন ধরে হিসাব রক্ষক রেজাউল করিম এভাবে ঠিকাদারদের জিম্মি করে ওপেন ভাবে ঘুষ আদায় করছেন।তিনি ওই অফিসে যতোদিন আছেন ততোদিন ধরেই এভাবে অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার এ অভিযোগ করেছেন। সর্বশেষ তিনি যশোরের একজন সাংবাদিক নেতা যিনি ঠিকাদারি কাজের বিল আনতে গেলে তাঁর কাছে উল্লেখিত খাতে ঘুষ দাবি করেন তিনি। ওই ঠিকাদার বলেছেন, ঝিকরগাছা উপজেলায় ঠিকাদারি কাজ করে তাঁর ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। কাজেই তিনি হিসাব রক্ষকের দাবি পুরণ করতে ব্যর্থ হন। এ ঘটনার পর তিনি ফুলে পেঁপে ঢোল হয়ে যান এবং ওই উপজেলা প্রকৌশলীর কাছে ঠিকাদারের নামে অভিযোগ দেন। চাহিদা মাফিক ঘুষ না পেয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই সাংবাদিক নেতাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ান। সর্বশেষ ঝিকরগাছা প্রেসক্লাবের এক সাংবাদিক নেতার হস্তক্ষেপে তিনি বিলের চেক দিতে বাধ্য হন। এ ব্যাপারে অভিযুক্ত হিসাব রক্ষক রেজাউল করিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের ব্যাপারে হা-না কোনো উত্তর দেননি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য