ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৮:০০ অপরাহ্ন
মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মার্কিন রাজনীতির দুই প্রভাবশালী চরিত্র ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। রয়টার্স এবং এএফপি জানিয়েছে, নিউ জার্সির মরিস্টাউনে নিজের গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ডিসি-তে ফেরার আগে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘‘তৃতীয় কোনো রাজনৈতিক দল শুরু করা হাস্যকর। আমরা রিপাবলিকান পার্টির মাধ্যমে বিশাল সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা তাদের পথ হারিয়েছে। তবে এটি সবসময়ই দুই দলের ব্যবস্থা ছিল। তৃতীয় দল শুধুই বিভ্রান্তি তৈরি করে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃতীয় কোনো দল কখনোই সফল হয়নি। মাস্ক মজা করতে পারে, কিন্তু আমি এটিকে হাস্যকর বলেই মনে করি।’’
এর আগে গত শনিবার ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কর হ্রাস ও ব্যয় বৃদ্ধির বিল দেশকে দেউলিয়া করে ফেলবে। এক্স (সাবেক টুইটার)-এ তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘যদি প্রেসিডেন্ট ৫ ট্রিলিয়ন ডলার ঋণ বাড়াতে চায়, তাহলে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-এর পেছনে সময় নষ্ট করার অর্থ কী ছিল?’’ উল্লেখ্য, ডিওজিই ছিল এক প্রকার সরকারি সংস্থা কমানোর এজেন্সি, যেটির নেতৃত্বে একসময় মাস্ক ছিলেন।
মাস্কের নতুন দল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের রিপাবলিকান প্রার্থীদের হারাতে কাজ করবে, যারা ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ সমর্থন করেছেন। এই বিলটি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে বলে সমালোচনা রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মাস্ক মূলত ক্ষুব্ধ, কারণ তিনি সদ্য স্বাক্ষরিত ব্যয় বিলের মাধ্যমে টেসলার বৈদ্যুতিক গাড়ির জন্য গ্রিন এনার্জি করছাড় বাতিল করেছেন। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাস্কের সমালোচনার জবাবে তিনি টেসলা ও স্পেসএক্সের সরকারি চুক্তি এবং ভর্তুকি বাতিল করার কথাও বিবেচনা করছেন।
অন্যদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও লিখেছেন, ‘‘ইলন মাস্ক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে। গত পাঁচ সপ্তাহে সে যেন একেবারে ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।’’ তিনি বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন ‘সম্পূর্ণ বিশৃঙ্খলা এবং বিশাল ব্যাঘাত’ তৈরি করবে।
এ দ্বন্দ্বের আরেকটি দিক হলো নাসার নেতৃত্ব ঘিরে বিতর্ক। ট্রাম্প রোববার স্বীকার করেছেন, ইলন মাস্কের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাইভেট মহাকাশচারী জ্যারেড আইজাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনয়ন দেওয়া ‘অপ্রাসঙ্গিক’ ছিল। ট্রাম্প বলেন, ‘‘নাসা হলো এলনের ব্যবসার অনেক বড় অংশ। তাই নাসার মতো সংস্থা পরিচালনার জন্য এলনের ঘনিষ্ঠ বন্ধুকে বসানো আমার কাছে সঠিক মনে হয়নি। আমার প্রধান দায়িত্ব হলো আমেরিকান জনগণকে রক্ষা করা।’’ উল্লেখ্য, ট্রাম্প ডিসেম্বর মাসে আইজাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করলেও ৩১ মে তা প্রত্যাহার করে নেন।
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা বিনিয়োগ ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। রয়টার্স জানিয়েছে, আজোরিয়া পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠান শনিবার জানিয়েছে, তারা ‘আজোরিয়া টেসলা কনভেক্সিটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড’ এর লঞ্চ স্থগিত রাখছে, কারণ মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড টেসলার সিইও হিসেবে তার পূর্ণকালীন দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। আজোরিয়া সিইও জেমস ফিশব্যাক এক্স-এ পোস্ট করে মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগের সমালোচনা করেন এবং বলেন, টেসলার পরিচালনা পর্ষদকে মাস্কের রাজনৈতিক উদ্দেশ্যগুলোর সঙ্গে তার কর্পোরেট দায়িত্বের সামঞ্জস্য পরীক্ষা করা উচিত।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকায় সমালোচনা করেছেন। তিনি সিএনএন-কে বলেন, ‘‘আমি মনে করি, মাস্ক তার কোম্পানিগুলো চালাতে ফিরে যাক। তাতে সে সবচেয়ে ভালো। তার বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদও মনে করছে, এই রাজনৈতিক ঘোষণা তারা পছন্দ করছে না এবং তাকে ব্যবসায় মনোযোগ দিতে উৎসাহিত করবে।’’
এই ঘটনা প্রমাণ করছে, ট্রাম্প এবং মাস্কের একসময়ের ঘনিষ্ঠ মিত্রতা এখন কঠিন দ্বন্দ্বে রূপ নিয়েছে। রাজনীতি থেকে মহাকাশ এবং বিনিয়োগ বাজার-সব ক্ষেত্রেই এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ