ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০৪:৫৬ অপরাহ্ন
গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এখন সেমিফাইনাল পর্বের দোরগোড়ায়। ৩২ দলের এই মর্যাদাপূর্ণ আসরে এখন টিকে আছে মাত্র চারটি দল। শিরোপা কার হাতে উঠবে তা যেমন আকর্ষণের বিষয়, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সে কে সেরা হবেন তা নিয়েও আগ্রহের শেষ নেই। সবচেয়ে আলোচিত পুরস্কার গোল্ডেন বুট-যা দেয়া হয় আসরের সর্বোচ্চ গোলদাতাকে।
এই মুহূর্তে গোলদাতাদের তালিকায় চারজন ফুটবলার যৌথভাবে শীর্ষে রয়েছেন। তাদের প্রত্যেকের গোল সংখ্যা চার। তবে তাদের মধ্যে কেবল রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া এখনো টুর্নামেন্টে লড়াইয়ে আছেন। বাকি তিনজন-আনহেল ডি মারিয়া (বেনফিকা), মার্কোস লিওনার্দো (আল-হিলাল) ও সেরহোউ গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড)-এরইমধ্যে তাদের দলগুলোর বিদায়ের সঙ্গে সঙ্গে নিজেদের সম্ভাবনাও হারিয়েছেন।
ফলে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গার্সিয়া। তরুণ এই ফরোয়ার্ড এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রভাব ফেলেছেন। করেছেন ৪ গোল, দিয়েছেন ১টি অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদ যদি সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আরও দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন তিনি। একটি গোল করলেই তিনি এককভাবে শীর্ষে উঠে যাবেন।
তবে লড়াই এখানেই থেমে নেই। তিনটি করে গোল করা ফুটবলারদের মধ্যে এখনো প্রতিযোগিতায় আছেন চেলসির পেদ্রো নেতো। মঙ্গলবার (৮ জুলাই) ফ্লুমিনেন্সের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে তার দল। এই ম্যাচ এবং সম্ভাব্য ফাইনালে গোল করে তিনি গার্সিয়াকে পেছনে ফেলতে পারেন।
রক্ষণভাগ থেকেও চমক দেখানোর আভাস দিচ্ছেন পিএসজির মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার নামের পাশে আছে দুই গোল। পজিশন ডিফেন্ডার হলেও হাকিমির আক্রমণাত্মক খেলার ধরণ তাকে গোলদাতার তালিকায় উল্লেখযোগ্যভাবে হাজির করেছে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি তার দল জিতে ফাইনালে যায়, তাহলে হাকিমিরও সুযোগ থাকবে গোল বাড়িয়ে চমক দেখানোর।
সবমিলিয়ে গোল্ডেন বুটের প্রতিযোগিতা এখন কেন্দ্রীভূত গার্সিয়া, নেতো ও হাকিমিকে ঘিরে। বাকি যারা চার বা তিন গোল করেছেন, তারা আর ম্যাচ খেলার সুযোগ না থাকায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।
শেষ পর্যন্ত গোল সংখ্যা কত হয়, কে এককভাবে শীর্ষে উঠে যান, নাকি কেউ হ্যাটট্রিক করে বাজিমাত করেন-এখনই বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই ক্লাব বিশ্বকাপের বাকি তিনটি ম্যাচে চোখ থাকবে এই তিনজনের পারফরম্যান্সে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ