ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০৪:১৩ অপরাহ্ন
বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান
আসন্ন বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। জাতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার হারিস রউফ হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) থেকে ছিটকে পড়েছেন। এই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
৩১ বছর বয়সী হারিস রউফ এমএলসিতে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছিলেন এবং দুর্দান্ত ফর্মে ছিলেন। আট ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালেই তার হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। এরপর গতকাল সোমবার এক বিবৃতিতে স্যান ফ্রান্সিসকো নিশ্চিত করে, এমএলসি ২০২৫-এর বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না। তার জায়গায় নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্যান ফ্রান্সিসকোর বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা তোমার সঙ্গে আছি, হারিস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সে এমএলসি-২০২৫ এর বাকি ম্যাচগুলো খেলতে পারছে না। তার স্থলাভিষিক্ত হিসেবে দলে যুক্ত হয়েছে বেন লিস্টার।’
হারিস রউফের এই ইনজুরি পাকিস্তান দলে বড় শূন্যতা তৈরি করেছে। কারণ তিনি শুধু অভিজ্ঞ নন, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তার গতি ও বাউন্স পাকিস্তানের বোলিং আক্রমণে বড় শক্তি হতে পারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার পুনর্বাসনের সময়সীমা কিংবা বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।
পাকিস্তান দল আগামী মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশে পা রাখবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে মঙ্গলবার (২২ জুলাই) এবং বুধবার (২৪ জুলাই) একই ভেন্যুতে।
বাংলাদেশ সফরের পর পাকিস্তান দল জুলাইয়ের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে। যদি রউফ পুরোপুরি সুস্থ না হন, তবে তিনি এই সফর থেকেও ছিটকে যেতে পারেন।
হারিস রউফের এই অনুপস্থিতি পাকিস্তান দলের জন্য শুধু টিম কম্বিনেশনে নয়, মানসিক দিক থেকেও একটি বড় ধাক্কা। এখন দেখার বিষয়, তার বিকল্প হিসেবে কে স্কোয়াডে জায়গা পান এবং এই পরিস্থিতি পাকিস্তান কিভাবে সামাল দেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স