ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:২৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:২৫:১৬ অপরাহ্ন
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কালিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়াও ওই বিস্ফোরণ দেখতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। গতকাল শনিবার বিকল সোয়া ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা হলেন- কালিতলা এলাকার মনসুর আলী ছেলে মাহবুব রহমান (৫৫), তার স্ত্রী রুবিনা বেগম (৪৮), ছেলে রাইয়ান রহমান (১৫), ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন (৫৫), মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন (৫০), মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ (১৪), মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান (৬০), মুক্তি (৪৮) ও গ্যাস সিলিন্ডার মিস্ত্রি রিয়াদ (৪০)। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাড়িতে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় সিলিন্ডারের সমস্যা দেখা দেয়। এ সময় ওই সিলিন্ডারটি নিজেরাই মেরামতের চেষ্টা করলে এক সময় সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় তিন জন দগ্ধ হন। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন এগিয়ে এসে দরজা খুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আরও পাঁচ জন দগ্ধ হন। বিস্ফোরণে আগুন লেগে গেলে আট জন দগ্ধ হওয়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং ৩৫ শতাংশের ওপরে দগ্ধ হওয়ায় রিয়াদ নামে গ্যাস সিলিন্ডারের মিস্ত্রিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রুমালী জানান, যারা দগ্ধ হয়েছে তাদের দগ্ধের হার ১০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে একজনের দগ্ধের হার বেশি হওয়ায় তাকে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় তিন জন গুরুতর দগ্ধ হয়েছে। পাশাপাশি সামান্যভাবে দগ্ধ হয়েছেন আরও পাঁচ জন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ