উত্তর প্রদেশের সাম্ভল জেলার জেওনাই গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বরসহ একই পরিবারের আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একটি বোলেরো এসইউভি গাড়িতে বিয়ের অতিথিরা ছিলেন। গাড়ি দ্রুত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কলেজের প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িটিতে মোট ১০ জন আরোহী ছিলেন—সবাই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন বর সুরজ (২৪), তার ভাবী আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্যা (২), মনোজের পুত্র বিশনু (৬), বর সুরজের এক চাচীএবং আরো দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু। যাদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো তিনজন মারা যান। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড়ের একটি উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহতরা সবাই সাম্ভলের হর গোবিন্দপুর গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিলেন। সাম্ভল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা বলেন, ‘এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরে সজোরে ধাক্কা মারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পাঁচজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।’ প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফুটেজে দেখা যায়, গাড়িটির কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে, চারপাশে রক্তের দাগ এবং ধ্বংসপ্রাপ্ত অবস্থায় গাড়িটি পড়ে আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বোলেরো গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল—যা গাড়িটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র : এনডিটিভি
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৮:২১:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৮:২১:৩৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ