ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ কলাপাড়ায় ৬ জেলে নিয়ে আবারও ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৯ জেলের সন্ধান মিলেনি ভূরুঙ্গামারীতে মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৪০ লাখ টাকার সম্পদ আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কেবল পরিচালন ব্যবস্থায়- ঢাবি উপাচার্য ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু তিনজনই ঢাকায় মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার জড়িত বিমানের কর্মচারীরাও গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিয়ে করায় সমাজচ্যুত

ক্লাব বিশ্বকাপের সেমির টিকেট পেলো ব্রাজিলের ফ্লুমিনেন্স

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১৩:৩০ অপরাহ্ন
ক্লাব বিশ্বকাপের সেমির টিকেট পেলো ব্রাজিলের ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখিয়েই যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল দলটির নকআউট পর্বে ওঠা নিয়েই ছিল শঙ্কা আর অনিশ্চয়তা, সেই দল এখন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে! গত শুক্রবার অবিশ্বাস্য লড়াইয়ে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। দুই দলের এটি ছিল প্রথম মুখোমুখি লড়াই। ম্যাচের প্রথম গোল আসে ৪০ মিনিটে। আল হিলালের পর্তুগিজ তারকা হুয়াও কানসেলো বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগে গ্যাব্রিয়েল ফুয়েন্তেস বল বাড়িয়ে দেন মার্তিনেলিকে, যিনি বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন পোস্টের ওপরের ডান কোনায়। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। আল হিলাল দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে। ৫১ মিনিটে কালিদু কুলিবালির একটি হেড মারকোস লেওনার্দোর পায়ে লাগে। এরপর দ্রুত পজিশন নিয়ে কাছ থেকে গোল করেন লেওনার্দো। প্রো লিগের ক্লাব সমতায় ফিরলেও হাল ছাড়েনি ফ্লুমিনেন্স। বিরতির পর মার্তিনেলির পরিবর্তে হারকিউলিসকে নামায় ব্রাজিলিয়ান ক্লাব। আগের রাউন্ডে ইন্টার মিলানের বিপক্ষে গোল করা এই তারকা এবারও চমৎকার এক গোল করেন। ৭০ মিনিটে তার এই গোলেই জয় পায় ফ্লুমিনেন্স। মার্তিনেলি বলেন, ‘অনেকেই আমাদের দলে, আমাদের সামর্থ্যে বিশ্বাস করত না। কিন্তু প্রতিটি ম্যাচে আমরা দেখিয়েছি, আমরা লড়াকু। আমরা মাঠে নামলে, আমাদের হারানো সহজ নয়।’ তবে দুর্ভাগ্যবশত গোল করার পরপরই হলুদ কার্ড দেখেন মার্তিনেলি, ফলে সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা ম্যাচ শেষে বলেন, ‘আপনি যদি কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করতেন, আমরা সেমিফাইনালে উঠব কিনা, আমি হয়তো বলতাম বিশ্বাস করি। কারণ আমি আমার কাজে বিশ্বাস রাখি। তবে এটা তখন খুব দূরের স্বপ্ন মনে হতো।’ অন্যদিকে আল হিলাল কোচ সিমোন ইনজাগি বলেন, ‘আমি আমার দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানাই। তারা আজ নিজেদের হৃদয় উজাড় করে খেলেছে। অবশ্যই আমরা হতাশ, তবে আমাদের গর্বিতও হওয়া উচিত।’ ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে। গত বৃহস্পতিবার স্পেনে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছিল। ফ্লুমিনেন্স এখন সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ