বোলারদের নৈপূণ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরও চাপে পড়েছে তারা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ২৮৬ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ রানের বেশি করতে পারেনি। ৩৩ লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। বোলারদের হাতেই যে ম্যাচের নাটাই তা বুঝতে বাকি নেই। প্রথম দিন অস্ট্রেলিয়া ১০ উইকেট হারায়। দ্বিতীয় দিন ১২ উইকেট পড়েছে। ম্যাচের ভাগ্য গড়ে দেবে বোলাররা এমনটাই মনে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে লড়াই করেছেন ব্রেন্ডন কিং। ১০৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করেন কিং। এছাড়া জন ক্যাম্পেল ৪০, সামার জোসেফ ২৯, আলজারি জোসেফ ২৭ ও শাই হোপ ২১ রান তুলে রাখেন অবদান। তারা ২১ রান পেয়েছে অতিরিক্ত খাত থেকে। বোলিংয়ে অস্ট্রেলিয়ার সেরা ছিলেন স্পিনার নাথান লায়ন। ৭৫ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, বেউ ওয়্স্টোর ও ট্রেভিস হেড। এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পেসার সিলসের পরপর দুই ওভারে আউট হন কনটাস (০) ও উসমান খাজা (২)। ক্যামেরুন গ্রিন ৬ ও লায়ন ২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। প্রথম টেস্ট মাত্র ৩ দিনেই শেষ হয়েছিল। সেন্ট জর্জ গ্রেনাডার ভাগ্যে কী লিখা আছে তা সময়ই বলে দেবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

লিড পেয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১২:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১২:২৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ