জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। তারপর নির্বাচনের কথা। এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যেন জনগণও মনে করে এখনই সময় নির্বাচনের। তারপর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। লালমনিরহাটের পাটগ্রামের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিকে কীসের নির্বাচন! এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চলছে। তবে এসব সহিংসতায় জামায়াতের কোনও কর্মী বা সমর্থক জড়িত নেই। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। আমরা মবের ঘোরবিরোধী। জামায়াতের কোনও কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই। নিজ নিজ দলের নেতাদের উচিত এসব ঘটনায় জড়িতদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া। ডা. শফিকুর রহমান বলেন, কেউ যদি ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। ভোটকেন্দ্রে কোনো মাস্তানি ও কালো টাকার খেলা সহ্য করা হবে না। ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সে সংস্কারগুলোর কথা বলেছি এবং সংস্কারগুলো আদায় করে ছাড়বো। সুষ্ঠু নির্বাচনও ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না। তিনি বলেন, আবু সাঈদের জীবনের বিনিময়ে আমরা যারা মুক্তি পেলাম তারা আজ ধৈর্য ধরতে পারছি না। কেন? আজকে মিডিয়ায় চোখ রাখলেই দেশের কোথাও না কোথাও বীভৎস দৃশ্য দেখতে পারছি। চব্বিশের গণঅভ্যুত্থান না হলে এভাবে মুক্ত আকাশে, স্বাধীনভাবে কেউ চলতে পারতো না। আমরা বিশ্বাস করি, এ আন্দোলনে সব বিরোধী দলের সীমাহীন ত্যাগ জড়িয়ে রয়েছে। জামায়াতের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত সাধ্যমতো জনগণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে। জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য সমানতালে ঘরে-বাইরে লড়াই করেছে। এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে লড়াই করেছে। ডা. শফিকুর রহমান বলেন, আবু সাঈদের সঙ্গীরা, তোমরা জেগে উঠবা আরেকবার। তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে। আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। এসময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন-জামায়াত আমির
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২৭:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২৭:১৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ