রাজধানীর মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত আল আমিন (২০) নামের এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় গণধোলাইয়ের শিকার হন আল আমিন।
মুগদা থানার এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার রাতে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে ওই যুবক। এ সময় জনগণ দেখতে পেয়ে তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত (বৃহস্পতিবার) বিকালে মারা গেছে আল আমিন। এসআই আরও জানান, আল আমিনের বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের ঠিকানা জানার চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি তরুণের মৃত্যু
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২০:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২০:১৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ