শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে থানায় মামলা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে শ্রীপুর থানা-পুলিশ।
১৩ বছরের ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম আরিফ (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। ভুক্তভোগীর দাদা জানান, অভিযুক্ত ব্যক্তির কাছে ওই ছাত্রী প্রাইভেট পড়ে। ওই শিক্ষক কৌশলে গত ২৮ জুন ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে নিয়ে একটি মাদ্রাসার কক্ষে ধর্ষণ করেন। বিষয়টি দুদিন পর স্বজনদের জানায় ভুক্তভোগী। পরে গত বুধবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক দৈনিক জনতাকে বলেন, গত বুধবার ভুক্তভোগী কিশোরী ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত স্কুলশিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
