ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে- দুদু ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ পাঁচ দফা দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত : রিজভী বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক শেরপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার জুলাই ঘোষণা-জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবসম্মত পদ্ধতি-শিশির মনির ফ্যাসিস্ট সরকার এস আলম গ্রুপকে সেতাবগঞ্জ চিনিকল দিতে চেয়েছিল-জোনায়েদ সাকি রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে ভর্তি ৪৬৬ মশাবাহিত রোগে বাড়ছে মৃত্যু মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আহত ৩ শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি বাড়ছে ভাঙনের আশঙ্কা শ্যামনগরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২২:১৪ অপরাহ্ন
এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন’- এফবিসিসিআই-এর আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময়সীমা ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। ফলে পূর্বঘোষিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন বোর্ড। ১ জুলাই এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জুলাই নেওয়া সিদ্ধান্তের আলোকে এফবিসিসিআই-এর ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে। এর ফলে পূর্বঘোষিত নির্বাচনি কার্যক্রমের ওপর সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের আশ্বস্ত করে নির্বাচন বোর্ড জানিয়েছে, নতুন সময়সীমা অনুসারে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে এবং পুনঃতফসিল ঘোষণার প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে। এফবিসিসিআই নির্বাচনে এবার প্রথমবারের মতো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কথা ছিল। ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ ইতোমধ্যে প্রার্থী চূড়ান্তকরণ, প্রচারণা কৌশল ও ভোটার ম্যানেজমেন্টে ব্যস্ত সময় পার করছিলেন। তবে হঠাৎ করে সময়সীমা বৃদ্ধির কারণে তাদের প্রস্তুতিতে খানিকটা ছন্দপতন ঘটেছে বলে অনেকে মনে করছেন। নির্বাচনের সময় বাড়ানোর পেছনে বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি কারণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সদস্য সংগঠনগুলোর তথ্য যাচাই-বাছাই, নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ ও প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তা। এফবিসিসিআই নির্বাচন সময়মতো না হওয়ায় এটি প্রথম ঘটনা নয়। এর আগেও একাধিকবার প্রশাসনিক বা আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এবার ট্রেড অর্গানাইজেশন আইন ও নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে- যা বহুল কাঙ্ক্ষিত বলে মনে করছেন সংগঠনটির সদস্যরা। নির্বাচনের সময়সীমা বাড়ানো হলেও নির্বাচন নিয়ে ব্যবসায়ী মহলে আগ্রহের কমতি নেই। বিভিন্ন গ্রুপ ইতোমধ্যে প্রচার-প্রচারণার প্রস্তুতি অব্যাহত রেখেছে। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে পুনঃতফসিল ঘোষণার পরপরই জমজমাট প্রচারণা শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ