ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে-শারমীন এস মুরশিদ জাপানের বন্ধুত্ব ও অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে -প্রধান উপদেষ্টা প্রস্তুত এসএসসির ফল, প্রকাশ শিগগিরই প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক ১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫৬২ ডিএই’র পেঁয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ এগ্রোটেক ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার রাজধানীতে ছুরিকাঘাতে আহত ৩ হাসপাতালের বারান্দায় জন্ম দুই নবজাতকের একজনের মৃত্যু আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না- রিজভী দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে বিরূপ প্রভাবের শঙ্কা সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ

এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২২:১৪ অপরাহ্ন
এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন’- এফবিসিসিআই-এর আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময়সীমা ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। ফলে পূর্বঘোষিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন বোর্ড। ১ জুলাই এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জুলাই নেওয়া সিদ্ধান্তের আলোকে এফবিসিসিআই-এর ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে। এর ফলে পূর্বঘোষিত নির্বাচনি কার্যক্রমের ওপর সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের আশ্বস্ত করে নির্বাচন বোর্ড জানিয়েছে, নতুন সময়সীমা অনুসারে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে এবং পুনঃতফসিল ঘোষণার প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে। এফবিসিসিআই নির্বাচনে এবার প্রথমবারের মতো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কথা ছিল। ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ ইতোমধ্যে প্রার্থী চূড়ান্তকরণ, প্রচারণা কৌশল ও ভোটার ম্যানেজমেন্টে ব্যস্ত সময় পার করছিলেন। তবে হঠাৎ করে সময়সীমা বৃদ্ধির কারণে তাদের প্রস্তুতিতে খানিকটা ছন্দপতন ঘটেছে বলে অনেকে মনে করছেন। নির্বাচনের সময় বাড়ানোর পেছনে বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি কারণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সদস্য সংগঠনগুলোর তথ্য যাচাই-বাছাই, নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ ও প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তা। এফবিসিসিআই নির্বাচন সময়মতো না হওয়ায় এটি প্রথম ঘটনা নয়। এর আগেও একাধিকবার প্রশাসনিক বা আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এবার ট্রেড অর্গানাইজেশন আইন ও নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে- যা বহুল কাঙ্ক্ষিত বলে মনে করছেন সংগঠনটির সদস্যরা। নির্বাচনের সময়সীমা বাড়ানো হলেও নির্বাচন নিয়ে ব্যবসায়ী মহলে আগ্রহের কমতি নেই। বিভিন্ন গ্রুপ ইতোমধ্যে প্রচার-প্রচারণার প্রস্তুতি অব্যাহত রেখেছে। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে পুনঃতফসিল ঘোষণার পরপরই জমজমাট প্রচারণা শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স