মানিকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
খাগড়াছড়ি প্রতিনিধি
সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায়দের মধ্যে মানবিক সহায়তা দেয়া হয়েছে। গত সোমবার সকালে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া, ঢেউটিন বিতরণ, দুস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ বিতরণ, কৃষকদের মধ্যে সার-বীজ এবং গরিব ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী।
চিলমারীতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন কলেজটির সাধারণ শিক্ষকবৃন্দ। গত সোমবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী অধ্যাপক মো. আবু হানিফা। লিখিত বক্তব্যে তিনি জানান, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের নতুন গভর্নিং বডি গঠনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ ইং গভর্নিং বডি সভায় ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করেন। গঠিত নির্বাচন কমিশন গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন ২৮ এপ্রিল। ঘোষিত তফসিল অনুযায়ী গত ০৯ মে ২০২৪ ইং তারিখে নির্বাচন কমিশনের নিকট থেকে যথা নিয়মে মনোনয়নপত্র গ্রহণ করে গত ১২ মে মনোনয়নপত্র দাখিল করে। গত ১৩ মে তারিখে মনোনয়নপত্র যাচাই-বাছাইপূর্বক গত ১৫ মে তারিখে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী ২০ মে ২০২৪ ইং সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, নির্বাচন কমিশনের অপর ২ জন সদস্যকে বাদ রেখে রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন গত ১৬ মে তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী সকল বিধি-বিধানকে উপেক্ষা করে অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করে একটি নোটিশ জারি করেন। তিনি আরও জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করে তার ইচ্ছেমতো মনগড়া কমিটি গঠনের লক্ষ্যে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
শিক্ষক প্রতিনিধি নির্বাচন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। সাধারণ শিক্ষকগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে গভর্নিং বডিতে সদস্য হিসেবে নির্বাচিত করে থাকেন। এ ধরনের একটি সুষ্ঠু প্রক্রিয়াকে অপকৌশলের আশ্রয় নিয়ে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন শিক্ষকদের ভোটাধিকার হরণ করায় সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক মোছা. আকতারা বেগম (প্রার্থী), মো. নাজমুল হুদা পারভেজ (প্রার্থী), মো. রফিকুল ইসলাম (প্রার্থী), সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, কামরুজ্জামান, মুহাম্মদ আবুল কাশেম আজাদ, জিয়াউল করিম, হাসান সাঈদ, আবু সাঈদ, ফজলুল হক, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, মোরশেদা খানম, মাসুমা আক্তার, রিফাহ যাঈমা তটিনী, নিহারিকা শারমিন প্রমুখ।
শেরপুরে হাতির চাঁদাবাজি
শেরপুর প্রতিনিধি
শেরপুরে একটি হাতি রাস্তায় পথ আটকে দাঁড়াচ্ছে। আবার বাজারে ঘুরে বেড়াচ্ছে। হাতির পিঠে বসা এক যুবক। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছে হাতিটি। আর দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানির কাছে। যতক্ষণ পর্যন্ত দোকানি শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দিচ্ছেন, ততক্ষণ শুঁর তুলছে না হাতি। টাকা দিলে শুঁড় তুলে জানাচ্ছে সালাম। এভাবে প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। শুধু দোকান নয়। রাস্তায় চলাচলকারী যানবাহন থামিয়েও টাকা তোলা হচ্ছে।
শেরপুর সদর উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে এ অভিনব কায়দায় টাকা তুলে নেয়া হচ্ছে হাতির মাধ্যমে। এ ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রশাসনের কাছে প্রতিকার চাইছেন।
গত সোমবার সকালে দেখা গেছে, পৌর শহরের নয়ানী বাজারে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে। হাতি দিয়ে গাড়ি আটকেও টাকা আদায় করা হচ্ছে। চাঁদাবাজির এ দৌরাত্ম্য থেকে বাদ পড়ছে না মোটরসাইকেল, অটোরিকশা চালকরাও। টাকা না দিলে হাতি বিকট শব্দে হুংকার দেয়। তখন দোকানদার ও গাড়ির চালকরা ভয়ে টাকা দিতে বাধ্য হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নন্দন কুমার বলেন, হঠাৎ করে চাঁদাবাজি শুরু করেছে। টাকা না দিলে হাতি ঠাঁই দাঁড়িয়ে থাকে। বেচাকেনায় ঝামেলা হয়। এই এলাকার রাস্তা এমনিতেই সরু। সব সময় যানজট লেগে থাকে। তার উপর হাতির ঝামেলা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। রহিম মাওলা নামের এক অটোরিকশা চালক বলেন, ‘রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাতিটি শুঁড় এগিয়ে দিয়ে আমার কাছে টাকা চাইল। টাকা দেইনি। তাই সামনে থেকে আর সরে না। বিকট শব্দে শুঁড় নাড়াচাড়া করার পর ভয়ে টাকা দিতে বাধ্য হলাম। হাতির পিঠে বসা যুবককে প্রশ্ন করলে বলেন, এখন সার্কাস আগের মতো নেই। আমাদের উপার্জন কমে গেছে। হাতি লালন-পালন করতে অনেক টাকা খরচ লাগে। হাতি রেখে অন্য পেশায় যেতেও পারি না। তাই মাঝেমধ্যে খাবার খরচ যোগাতে বের হতে হয়। তিনি আরও বলেন, এই প্রাণী দেখে অনেকে আগ্রহী হয়ে ১০-২০ টাকা দেয়। আমি জোর করে কারও কাছ থেকে টাকা নেই না। হাতিটি শিশুদের আনন্দ দেয়। কারও ক্ষতি করে না। অনেক সময় আমরা শিশুদের হাতির পিঠে চড়িয়ে আনন্দ দেই। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, হাতি দিয়ে চাঁদা তোলার বিষয়টি তাকে কেউ জানাননি। এর আগে এখনও ঘটনার কথা শোনেননি। আবারও যদি আসে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হযেছে। গত রোববার উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিমানুর রহমানের সভাপতিত্ব আমেরিকার আইবিএম কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর আর্থিক সহযোগিতায় ৬৯জন শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু। এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভাণ্ডারী, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, সাংবাদিক আল আমিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিশেষ চাহিদা সম্পর্ণ শিক্ষার্থীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
