ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে আসা সেই রিকশাচালকের জামিন ধানমন্ডিতে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি-ডিএমপি রিকশাচালক আজিজুর কিসের ভিত্তিতে আটক-জানতে চেয়েছে সরকার শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্তে দুদককে লিগ্যাল নোটিশ আইন উপদেষ্টার বক্তব্য চিকিৎসকদের পেশাদারিত্বের ওপর আঘাত-ডা. রফিকুল না ভোট রাখার প্রস্তাব দেয়নি বিএনপি-নজরুল ইসলাম খান জুলাই সনদ নিয়ে ২০ আগস্টের মধ্যে মত জানাবে বিএনপি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে সক্রিয় হচ্ছে বিএনপি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ-নিরাপত্তা উপদেষ্টা পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন -উপদেষ্টা রিজওয়ানা দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে -তারেক রহমান কর্মকর্তারা কোনো দলের লেজুড়বৃত্তি করতে পারবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবসা-বাণিজ্যের বিরোধ মীমাংসায় পৃথক আদালতের প্রস্তাব প্রধান বিচারপতির একনেকে ১১ প্রকল্প অনুমোদন ব্যয় ৯৩৬১ কোটি টাকা যুক্তরাষ্ট্র-ভারত শুল্ক আলোচনা বাতিল বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয়, সমর্থন করা উচিত: বিকেএমইএ’র সভাপতি মশক নিধনের বাজেট বাড়লেও মশা কমছে না রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে জল্পনা-কল্পনা

জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৬:৩৭ অপরাহ্ন
জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি
ফিফা ক্লাব বিশ্বকাপে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোয় ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাসকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ স্প্যানিশ স্ট্রাইকার গানসালো গার্সিয়া। এই জয়ে কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হচ্ছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড।
ম্যাচের শুরু থেকেই দুই দল বলের দখল ধরে রাখার লড়াইয়ে সমানতালে পাল্টা আক্রমণ চালায়। প্রথমার্ধে রিয়ালের আক্রমণভাগ ছিল তুলনামূলক বেশি সক্রিয়। রিয়ালের মোট ২২টি শটের মধ্যে ১১টি লক্ষ্যভেদী হলেও গোলের দেখা মেলেনি। বিপরীতে জুভেন্টাসের ছয়টি শটের মাত্র দুটি ছিল লক্ষ্যে। একাধিক ভালো সুযোগ নষ্ট হওয়ার পরও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৪ মিনিটে ডান প্রান্ত থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের নিচু ক্রস থেকে উড়ে গিয়ে হেড করেন গার্সিয়া। তার হেড ঠেকানোর কোনো উপায় ছিল না জুভেন্টাস গোলরক্ষক মিশেল ডি গ্রেগোরিওর। চলতি আসরে এটি গার্সিয়ার তৃতীয় গোল। ৬৮ মিনিটে গার্সিয়াকে তুলে মাঠে নামানো হয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে, যিনি জ্বরের কারণে আগের ম্যাচগুলোতে খেলতে পারেননি। মাঠে নেমে কিছু আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি তিনি।
ম্যাচের শেষ দিকে জুভেন্টাসের কোলো মুয়ানি রিয়াল বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানান। কিন্তু রেফারি সেই আবেদন নাকচ করে দিলে জুভেন্টাসের বিদায় অনিবার্য হয়ে যায়। ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলনসো গার্সিয়ার প্রশংসা করে জানান, এই তরুণ স্ট্রাইকারের মধ্যে উন্নতির স্পষ্ট ইঙ্গিত তিনি দেখছেন এবং কোয়ার্টার ফাইনালের আগে তার সঙ্গে প্রতিদিন কথা বলছেন, যাতে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত রাখা যায়।
এর আগে গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ২-১ ব্যবধানে হারায় মেক্সিকোর মন্তেরেকে। ম্যাচের ১৪ মিনিটেই করিম আদিয়েমির পাস থেকে গোল করেন সারহাউ গুইরেসি। পরে ২৪ মিনিটে একই সমন্বয়ে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গুইরেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে মন্তেরে একটি গোল শোধ করলেও আর সমতায় ফিরতে পারেনি।
এদিকে, ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সব সূচিও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী ৬ জুলাই (শনিবার) রাত ২টা মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। একই পর্বে খেলবে আল হিলাল, ফ্লুমিনেন্স, পালমেইরাস, চেলসি, পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোয় আল হিলাল ম্যানচেস্টার সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে। আর ফ্লুমিনেন্স পরাজিত করেছে ইন্টার মিলানকে।
চলতি আসরের উত্তেজনা একেবারে তুঙ্গে। সেমিফাইনাল ও ফাইনালের লড়াই শুরু হবে ৯ জুলাই থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। রিয়াল মাদ্রিদ তাদের অভিজ্ঞতা আর ধারাবাহিকতার জোরে ষষ্ঠ শিরোপার খোঁজে এগিয়ে গেলেও জুভেন্টাসের বিদায় এবারের আসরে তাদের ভক্তদের জন্য হতাশারই হয়ে থাকল।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ