ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

২২ তারিখের ৫ এর পাতার বাকী সব নিউজ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৪:০২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৪:০২:১৫ অপরাহ্ন
২২ তারিখের ৫ এর পাতার বাকী সব নিউজ
সুন্দরবনের রান্না হরিণের মাংসসহ ৩টি নৌকা জব্দ
কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবনের গহীন হতে রান্না করা ৯ কেজি হরিণের মাংসসহ ৩টি নৌকা জব্দ করেছে বন বিভাগএ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারিরা বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়জানা গেছে, গত সোমবার ভোর ৫টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ পাটকোষ্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গহীন সুন্দরবনের গোনসা খাল হতে এ সকল রান্না করা হরিণের মাংসসহ নৌকাগুলো জব্দ করা হয়
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছেজব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছেতবে এর সাথে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি


রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছেগত সোমবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক খান বাবলু প্রমুখউদ্বোধনের সময় দুইজন কৃষকের কাছ থেকে ৬ মেট্রিক টন ধান এবং একজন মিলারের কাছ থেকে ৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়
উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি ইরি-বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১৮৬৮ মেট্রিকটন ধান ও ৩৪ জন মিলারের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ৩৫১১ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজি দরে ৪৮ মেট্রিকটন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছেএ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে


মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
মাগুরা প্রতিনিধি
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুষ্প রাণী সরকার (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেগত সোমবার সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার রূপাটি গ্রামে এ ঘটনা ঘটেনিহত পুষ্প রাণী রূপাটি গ্রামের মৃত মিহির কুমার সরকারের স্ত্রীনিহতের স্বজনরা জানান, পুষ্প রাণী ঘুম থেকে ওঠে রান্না শেষে ঘরের মধ্যে বিছানায় বসে সকালের খাবার খাচ্ছিলেনএমন সময় টিনের বেড়ার সাথে পিট টেস দিলে তিনি বিদ্যুতায়িত হনপরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেমাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


কলাপাড়ায় ক্ষুদ্র ঋণ প্রদানের দাবি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় বাংলায় গ্রামীণ সঞ্চয় ও ঋণ সংগঠন (ভিএসএলএ) সদস্যদের অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছেজাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় গত সোমবার কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক এস এম শাহজাহান সিরাজলালুয়া ইউপি চেয়ারম্যান শওগত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদৃপ্ত প্রকল্প ব্যবস্থাপক শ্যামল রায়মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো অর্ডিনেটর শাবাহ্ শবনমবক্তব্য রাখেন পূবালী ব্যাংকের ব্যাবস্থাপক সাকিবুর রহমান প্রমুখ
সভায় আলোচকরা বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী ক্ষুদ্র নারী উদ্যেক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের বিষয়টি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন এবং তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে কর্মক্ষেত্রে স্বাবলম্বী করার সুযোগ সৃষ্টির আহ্বান জানানসভায় কলাপাড়া  উপজেলায় কর্মরত ১২টি ব্যাংকের ব্যবস্থাপক/প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও বাংলায় গ্রামীণ সঞ্চয় ও ঋণ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন


ভাঙ্গায় গাড়িচাপায় স্কুলছাত্র নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় ইয়াসিন শেখ বাপ্পি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেসে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী পোদ্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং ওই ইউনিয়নের চুমুরদী গ্রামের খোকন শেখের ছেলেঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় গত সোমবার দুপুর ১টার দিকেভাঙ্গা হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাস স্ট্যান্ডে চুমুরদী পোদ্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ইয়াসিন সেখ বাপ্পী প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য কলম কিনতে রাস্তা পার হচ্ছিলএ সময় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হয়পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসেঅবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিস্কুল ছাত্রটি মারা যাওয়ার খবর জানতে পেরেছি


কালীগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ
বিক্ষুব্ধ হয়ে উঠেছে কয়েক গ্রামের মানুষ
ঝিনাইদহ প্রতিনিধি
কালীগঞ্জে নিম্নমাণের নির্মাণ সামগ্রী দিয়ে ছালাভরা থেকে পান্নাতলা পর্যন্ত সড়ক নির্মাণের অভিযোগ উঠেছেসিডিউল অনুযায়ী কোনো কাজ করা হয়নিরাস্তার কার্পেটিং কাজ শেষ না হতেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ও রাস্তা দেবে গেছেকিন্তু এ ব্যাপারে উদাসীন রয়েছেন কালীগঞ্জ এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদএসব কারণে রাস্তা নিয়ে কয়েক গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে
উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ছালাভরা থেকে পান্নাতলা বাজার পর্যন্ত ২ হাজার ৮শ ৫০ মিটার রাস্তার কাজের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫শ ৫ টাকারাস্তায় নিম্নমানের বিটুমিন দিয়ে কার্পেটিং কাজ করা হচ্ছেতাছাড়া রাস্তায় পিচ ঢালার পূর্বে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না, মাটির উপরেই পিচ ঢেলে রুলার করা হচ্ছে
জানা গেছে, বরেন্দ্র ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি করছেন রুনু কাজী নামের এক ঠিকাদার
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাদা-মাটি পড়ে রাস্তায় খোয়ার অস্তিত্ব প্রায় হারিয়ে গিয়েছেতারপরেও গত কয়েকদিন পূর্ব থেকে রাস্তা ভালোভাবে পরিষ্কার না করে তার ওপর কার্পেটিং কাজ শুরু করা হয়েছেএতে রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ তোলে এলাকাবাসীনাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আমরা প্রতিবাদ করলে আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছেযে কারণে নিম্নমাণের কাজ হলেও তারা আর কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন নাএলাকাবাসীরা আরো জানান, কার্পেটিংয়ে নিম্নমাণের বিটুমিন ব্যবহার, পিচ পাথর পরিমাণে কম দেয়া ও রাস্তা ভালোভাবে পরিষ্কার না করে মাটির উপরেই পিচ ঢেলে রুলার করা হচ্ছেযে কারণে কার্পেটিং কাজের পরের দিন থেকেই কার্পেটিং উঠে যাচ্ছেফলে এই রাস্তা নিয়ে এলাকাবাসীর যে স্বপ্ন ছিল, তা ঠিকাদারের নিম্নমাণের কাজের জন্য সেই স্বপ্ন বিলীন হতে চলেছে
স্থানীয় বাসিন্দারা আরো বলেন, কাজে ব্যাপক ঘাপলা হচ্ছেএই বিষয়ে জানতে চাইলে ঠিকাদার রুনু কাজী জানান, কাজটি নিম্নমানের হচ্ছে কিভাবে, আপনি আমার সাথে এসে দেখা করেন, সাক্ষাতে কথা বলেনআর কাজটি নিম্নমানের হচ্ছে নাআপনি আমার কাছে আর ফোন দিবেন না
রাস্তা পরিষ্কার না করেই মাটির উপরে পিচ ঢালছে, এমন প্রসঙ্গে কালীগঞ্জ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এসছি, আমি জানি ওখানে কি হচ্ছে? রাস্তা পরিষ্কার করেই পিচ ঢালছেতবে হ্যাঁ, মাটির উপরে একটু পড়তে পারেআমি বলে এসেছি, পরে তারা পরিষ্কার করে ফেলে দিবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ