ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ৩ জন নিহত

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩৯:২৮ অপরাহ্ন
নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ৩ জন নিহত
যশোর থেকে শেখ দিনু আহমেদ
যশোর শহরের ব্যস্ততম এলাকা সার্কিট হাউজ পাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধ্বসে পড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুইজন প্রকৌশলীসহ এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার  সকাল সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি  মডেল  থানার ওসি আবুল হাসনাত খান। নিহত তিনজন হলেন, প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), বাড়ি কুষ্টিয়ায়; প্রকৌশলী আজিজুল ইসলাম, বাড়ি দিনাজপুরে এবং শ্রমিক নুরু (৪৫), বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। প্রত্যেকেই ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভলপার কোম্পানির অধীনে সার্কিট হাউস রোডে নির্মিতব্য একটি দশতলা ভবনের কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভবনটির ছয়তলা অংশের একটি কার্নিশ হঠাৎ ভেঙে পড়লে তিনজন নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ভবনটির নির্মাণ কাজে আরও শ্রমিকও নিযুক্ত ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনটির গঠনশৈলী ও নির্মাণের মান ছিল চরম ঝুঁকিপূর্ণ। ভবনটির সামনের সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতো।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। এ ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য