কাপাসিয়ায় ভাতিজার হাতে চাচা খুন ॥ ৬ জনকে আসামি করে হত্যা মামলা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় গত রোববার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন হয়। গত সোমবার দুপুরে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে এই মামলা করেন। এই ঘটনায় নিহত হয়েছেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে সবুজ মিয়া ফকির (৪৫)। এ সময় নিহতের ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে মো. ফারুক ফকিরের সাথে (৫০) ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গত রোববার দুপুরে বিরোধকৃত জমিতে থাকা কাঁঠাল গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যায়। তাই নিয়ে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ বাদে। একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় চাচা সবুজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে সে মারা যায়। ওই সময় নিহতের ছেলে সিয়াম ফকির গুরুতর আহত হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া জানান, পৈত্রিক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ছুরির আঘাতে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা (১৯/২০/০৫/২০২৪) হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম চারজনের নাম ও অজ্ঞাত দুই জন উল্লেখ করে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
সেনবাগের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোরশেদ আলম (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত মোরশেদ আলম সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির কাজীরখিল গ্রামের ইউসুফ মিয়াজী বাড়ির আবদুল কাদের প্রকাশ ভাসানীর ছেলে।
গত সোমবার দাগনভূঁয়ার পাকিস্তান বাজারে মোহাম্মদ উল্লা প্রকাশ তালোই বিল্ডিংয়ের রাজমিস্ত্রী হিসেবে কাজ করতে যায় মোরশেদ আলম। দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। মৃত্যুকালে সে স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসন্তান রেখে গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন বীজবাগ ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার ফয়েজ উল্লাহ ভূঁইয়া মিষ্টার।
লক্ষ্মীপুর বাজারে রুপালি ইলিশের দাম আকাশচুম্বী
লক্ষ্মীপুর প্রতিনিধি
নদীতে মাছের আকাল আর সে কারণে বাজারে আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। জাটকা থেকে শুরু করে মাঝারি আকারের ইলিশের দাম যেন ক্রেতাদের নাগালের বাইরে। তবে মেঘনার ইলিশের চেয়ে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ। বিক্রেতারা জানিয়েছেন, নদীতে মাছ একেবারে কম ধরা পড়ায় দাম অনেক বেশি।
লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেমুহনী মাছ বাজারটি নদী বা সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত ছিল।
বিশেষ করে মৌসুমে ইলিশ মাছ বিক্রির ধুম লেগে যেত। কিন্তু নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১৮ দিন পার হলেও এ বাজারে এখন পর্যন্ত ইলিশের তেমন একটা দেখা মিলছে না। গত সোমবার রাতে এখানকার বিক্রেতাদের কাছে স্বল্প সংখ্যক মাছ দেখা গেছে, যা আকারেও তেমন বড় নয়। ছোট এবং মাঝারি আকারের মাছ ক্রেতাদের কাছে উচ্চ মূল্যে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এ বাজারে জাটকার মূল্য হাঁকানো হয়েছে সাড়ে ৮শ টাকা কেজি দরে। ৫০০ গ্রাম কিংবা ৫৫০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৬০০ টাকা করে।
আর ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি কিনতে হলে গুনতে হবে দুই হাজারের ওপরে। মেঘনার রুপালি ইলিশ ক্রয় করার সামর্থ্য যাদের নেই, তারা কম দামে সাগরের ইলিশ কিনছেন। ৩০০ গ্রাম ওজনের সামুদ্রিক ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি পাওয়া যাচ্ছে ৮০০ টাকার মধ্যে।
ক্রেতা এবং বিক্রেতারা বলছেন, মেঘনার ইলিশের স্বাদের সঙ্গে সাগরের ইলিশের স্বাদে পার্থক্য রয়েছে। তাই মেঘনার ইলিশের দাম সাগরের ইলিশের থেকেও বেশি। ক্রেতা আবদুল হাদি বলেন, বাজারে দুই জাতের ইলিশ পাওয়া যায়। মেঘনা নদীর এবং সাগরের ইলিশ।
নদীর ইলিশ চকচকে এবং রুপালি হয়। আর সাগরের ইলিশ হয় একটু লাল বর্ণের। নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। সে তুলনায় সাগরের ইলিশের স্বাদ কম। ফলে নদীর ইলিশের দাম বেশি, আর সাগরের ইলিশের দাম কম।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান বলেন, সাগরের পানি লবণাক্ত। তাই সাগরের মাছ স্বাদ কম। কিন্তু ওই মাছ যখন নদীর দিকে চলে আসবে, তখন লবণাক্ততা কমতে থাকবে।
সমুদ্রে থাকার সময়ে ইলিশের শরীরে নানা উপাদান থাকে। নদীর মিষ্টি পানিতে ঢোকার সময় শরীর থেকে সেসব উপাদান বের হয়ে চর্বির পরিমাণ বেড়ে যায়। ফলে সাগরের ইলিশের তুলনায় নদীর ইলিশ অনেক বেশি সুস্বাদু হয়।
বরিশালে দশ মিনিটের বৃষ্টিতে জলাবদ্ধতা
বরিশাল প্রতিনিধি
অবশেষে অসহনীয় গরমের পর দশ মিনিটের স্বস্তির বৃষ্টিতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। গত সোমবার সকাল থেকে প্রচণ্ড গরম অনুভূত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতাও। দুপুর একটার পর থেকে শুরু হয় স্বস্তির বৃষ্টি। এতে করে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। কমেছে তাপমাত্রাও। বৃষ্টির সাথে হালকা বাতাস অনুভূত হয়। স্বস্তির বৃষ্টিতে ভিজতে দেখা গেছে অনেককে।
বরিশাল আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছে, গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। সূত্রে আরও জানা গেছে, নগরীসহ জেলার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আরো কয়েকদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।
বিজয়নগরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে মো. মামুন মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর। গত রোববার উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, বিকেলে ঝড়ের সময় জমি থেকে গরু আনতে যায় মামুন মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাতে মারা যান তিনি। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন (৪৫) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ময়নুল ইসলাম নামের অপর এক আসামিকে খালাশ প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত সীমা খাতুন দিনাজপুরের কোতোয়ালি থানার আজিজুল হকের মেয়ে। সিমা খাতুন গোবিন্দগঞ্জের চরমগাছা পার্বতীপুর এলাকার খোকন মোল্লার স্ত্রী।
গত সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামলার বিবরণীতে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. বদরুন্নাহার বেবী। তিনি জানান, এই মামলার রায়ে তিনি সন্তুষ্ট। এসময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
সৈয়দপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার ॥ গ্রেফতার ১
নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুরে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পুকুরপাড়া গ্রাম ওই মূর্তি উদ্ধার করেছেন রংপুর র্যা-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় র্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের ডিএডি মো. আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে গত রোববার শফিকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করেন।
সেই সঙ্গে আটককৃত শফিকুল ইসলাম ও তার কাছ থেকে উদ্ধার হওয়ার বিষ্ণু মূর্তিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস রাসেল পারভেজ বিষ্ণুমূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার আসামি শফিকুলকে আদালতের মাধ্যমে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত বিষ্ণমূতির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি ও প্রস্থ আট ইঞ্চি এবং ওজন ৩ দশমিক ৪ কেজি।
তিনি জানান, গত শনিবার (১৮ মে) র্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের ডিএডি মো. আব্দুল্লাহ-আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ সৈয়দপুর উপজেলা এলাকায় টহল ডিউটিরত অবস্থায় দুপুর অনুমানিক সোয়া দুইটায় গোপন সংবাদ পেয়ে ওই মূর্তিটি উদ্ধার করে।
আলমডাঙ্গায় নকল খাবার স্যালাইন জব্দ ॥ জরিমানা ৫০ হাজার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে নকল খাবার স্যালাইন বিক্রিসহ বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গত রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আলমডাঙ্গার ভাংবাড়িয়া এলাকায় সার-কীটনাশক, মুদি দোকান, স্যালাইনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় ভাংবাড়িয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে এসএমসির ওরস্যালাইন এন এর নকল ৫০০ প্যাকেট খাবার স্যালাইন জব্দ করা হয়। এছাড়া অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও সারের ক্রয়
-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মারুফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মারুফুলকে নিয়ে নকল ওরস্যালাইনের সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক লিটনুজ্জামানের বাড়ি ও গোডাউন তল্লাশি করে ৩ হাজার প্যাকেট নকল এসএসএমসির ওরস্যালাইন এন জব্দ করা হয়। নকল স্যালাইন বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক লিটনুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট সাড়ে ৩ হাজার প্যাকেট নকল স্যালাইন জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, সবাইকে যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
