ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু হলো টটেনহ্যামের জয়ে দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো সিটি যে কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাবর এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি রোধে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম ব্যাটে-বলে ব্যর্থতা অব্যাহত রাখলেন সাকিব প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি তরুণী সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে জাহ্নবী বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হলেন হানিয়া গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ পাকিস্তানে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ সার্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনÑ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ আহত নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নির্বাচনে আ’লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায়— বদিউল আলম পোশাক খাতে নতুন সম্ভাবনা চাঁদাবাজকে দেশে থাকতে দেবো না— স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্ঘটনায় মা হারানো সেই শিশুকে দত্তক নিল নিঃসন্তান দম্পতি

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৩:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৩:২৯:১৬ অপরাহ্ন
দুর্ঘটনায় মা হারানো সেই শিশুকে দত্তক নিল নিঃসন্তান দম্পতি দুর্ঘটনায় মা হারানো সেই শিশুকে দত্তক নিল নিঃসন্তান দম্পতি
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় সড়কে দুর্ঘটনায় মা হারানো দেড় বছরের জায়েদ হাসানকে উচ্চবিত্ত ও নিঃসন্তান দম্পতির পরিবারে দত্তক দেওয়া হয়েছেগত সোমবার সন্ধ্যায় ওই দম্পতির পরিচয় গোপন রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু জায়েদকে হস্তান্তর করে শিশু কল্যাণ বোর্ডজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল কাইয়ুম এ তথ?্য নিশ্চিত করেছেনতিনি বলেন, রোববার জেলা প্রশাসক কার্যালয়ে শিশু কল্যাণ সভা অনুষ্ঠিত হয়ওই সভায় শিশু জায়েদকে দত্তক দেওয়ার বিষয়ে ১০টি আবেদন জমা পড়েপরে আবেদনকারীদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদার দিক গুরুত্ব দিয়ে দুইটি আবেদন বিবেচনায় রাখা হয়তবে শিশু জায়েদের বিষয়ে আদালতের নির্দেশনা থাকায় গত সোমবার রাতে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিশুটিকে নিঃসন্তান সচ্ছল পরিবারের কাছে হস্তান্তর করা হয়তিনি আরও বলেন, আদালত প্রথমে শিশুটিকে তার মামা রবিন মিয়ার কাছে হস্তান্তর করার নির্দেশনা দিয়েছিলতবে মামা রবিন মিয়ার আর্থিক সংকট রয়েছেতিনি একজন ভ্যানচালকতার আরও তিনটি সন্তান রয়েছেএ কারণে তিনি সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে জায়েদকে নিজের কাছে রাখতে অনাগ্রহ প্রকাশ করে লিখিতভাবে অনাপত্তিপত্র দিয়েছেনএরপর শিশু কল্যাণ বোর্ডের আহ্বানে দশটি পরিবার জায়েদকে দত্তক নিতে আবেদন করেছিলশিশুটিকে দত্তক দেওয়ার বিষয়ে শিশুটির মামা রবিন মিয়া বলেন, জাহিদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিআমি চাই আল্লাহ তাকে ভালো রাখুনসূত্রমতে, গত ৯ মে রাতে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জায়েদা খাতুন (৩০) ও তার দেড় বছর বয়সী শিশুপুত্র জায়েদ হাসানসেখানে গত ১০ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জায়েদাতবে তখনও জায়েদার পরিচয় পাওয়া যায়নিজায়েদার মৃত্যুর পর হাসপাতালের বিছানায় দেড় বছরের স্বজনহীন অজ্ঞাত শিশুর কান্নাকাটি ও চিৎকারের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েএমন খবর জানতে পেরে গত ১১ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান নিহত জায়েদার ভাই রবিন মিয়াপরে রবিন মিয়া ওইদিন বোনের লাশ বুঝে পেলেও শিশুটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলকিন্তু হাসপাতালে এসে রবিন মিয়া শিশুটিকে লালন পালন করতে প্রথমে সম্মতি জানালেও পরে তিনি অসম্মতি জানানএরপর জেলা শিশু কল্যাণ বোর্ড শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য