ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই : এক আসামি কারাগারে

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই : এক আসামি কারাগারে
রাজধানীর মতিঝিলে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রবিউল ইসলাম জুয়েলকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সামবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গতকাল  আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক কাজী শাহনেওয়াজ। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আজঁ মঙ্গলবার দিন ধার্য করেন। গ্রেফতার অন্য ব্যক্তিরা হলো– মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১)। আসামিদের কাছ থেকে ছিনতাইয়কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ নগদ ৮৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।গত ২৭ থেকে ২৯ জুন ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মতিঝিল থানা-পুলিশ।
জানা গেছে, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর থেকে স্কুটিতে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪)। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয়-সাত জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবি লেখা একটি মাইক্রোবাসে তাদের জোর করে তুলে নেয়। পরে খলিল ও রিফাতকে মারধর ও অস্ত্রেরমুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়। হাত-পা বেঁধে তাদের সাইনবোর্ড এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী পুলিশের অভিযানে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার শামিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা জব্দ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স