ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না-শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম শিক্ষকদের ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির

৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত মজলিস-মামুনুল হক

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:১০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:১০:০৫ অপরাহ্ন
৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত মজলিস-মামুনুল হক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনে ৩০০ আসনেই রিকশা প্রতীক নিয়ে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, ইসলামি মূল্যবোধ ও জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবেন তারা। গতকাল রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। মাওলানা মামুনুল হক বলেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পতিত হয়েছে এবং ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। বিগত ১৫ বছর ধরে যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার, বাংলাদেশ খেলাফত মজলিস তাদের অন্যতম। আমাদের অধিকাংশ কেন্দ্রীয় নেতা দীর্ঘদিন কারাগারে ছিলেন। তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক সমন্বয় চলছে সেখানে কেউ কাউকে দমন বা উৎখাত করছে না, তা বজায় রাখা জরুরি। কেউ যদি আবার দমন-পীড়নের রাজনীতি চালু করতে চায়, তাহলে খেলাফত মজলিস জাতীয় ঐক্যের ডাক দেবে এবং সক্রিয় ভূমিকা রাখবে। নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে খেলাফত মজলিসের আমির বলেন, বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। আমরা আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে এবং পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালুর দাবি জানাচ্ছি। সংসদের দ্বিকক্ষীয় কাঠামোর রূপরেখা এখনো স্পষ্ট নয়, এটা দ্রুত জাতির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামী ঐক্যের ধারাবাহিকতা ও স্থানীয় নির্বাচনে ঐকমত্যের আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহ্যগতভাবে ইসলামি ঐক্যকামী দল। প্রতিষ্ঠার পরেই আমরা বৃহত্তর ইসলামি জোট গঠন করেছি। এখনো সেই নীতিতেই বিশ্বাস করি। স্থানীয় নির্বাচনও জাতীয় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই হওয়া উচিত। সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টা থেকে আইডিইবি মিলনায়তনে সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি ও ওরিয়েন্টেশন হয়। এতে তিন শতাধিক সম্ভাব্য প্রার্থী অংশ নেন, যারা রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী। দলীয় নেতারা তাদের নির্বাচন, রাজনীতি ও আদর্শ বিষয়ে দিকনির্দেশনা দেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স