ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে গণপূর্ত ভবন ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ মুক্তি পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলগুলোকে ইইউ’র বার্তা ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী উত্তপ্ত রাজধানীসহ সারাদেশ সংসদ নির্বাচনের দিনই গণভোট বাস্তবধর্মী সিদ্ধান্ত-১২ দলীয় জোট ১ম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় শতকরা ৪৮ ভাগ প্রবৃদ্ধি মনোনয়ন বঞ্চিতদের টার্গেট এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ার আশঙ্কা আর্থিক চাপে দিশাহারা সরকার আমি স্বামী হত্যার আসামি হয়ে ২ শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমতলীতে শীত আসতে না আসতেই গরম পোশাক বিক্রির ধুম চাঁপাইনবাবগঞ্জে সেতু ধসে বিপাকে অর্ধলক্ষাধিক মানুষ ১১ মাসে ভূমধ্যসাগরে ডুবে মরা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ১০০০ ছাড়াল চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি ভারতের মক্কায় রেড অ্যালার্ট জারি থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০১:৩১ অপরাহ্ন
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্দোলনের কোনও সমাধান হয়নি বলে জানিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সংগঠনটি জানিয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘মার্চ টু এনবিআর’ ও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি আগের মতোই চলবে। গতকাল রবিবার বিকেলে রাজধানীর এনবিআরের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা। তিনি বলেন, সরকার একতরফাভাবে এনবিআরের সব স্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে। এটি আমাদের দাবি ও বাস্তব সংকটের প্রতি চরম উদাসীনতা ও অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। সেহেলা সিদ্দিকা আরও বলেন, আমরা বারবার আলোচনার আহ্বান জানালেও সরকার প্রশাসনিক দমননীতির আশ্রয় নিচ্ছে। এনবিআর পুনর্গঠন ও রাজস্ব সংস্কার নিয়ে আমাদের ১১ দফা যৌক্তিক দাবি রয়েছে, যেগুলোর কোনও সুরাহা ছাড়াই আমাদের কর্মবিরতির বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংগঠনের নেতারা জানান, আজ সোমবার সকাল ১১টায় এনবিআর অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দেশের সব কর অঞ্চল, কাস্টম হাউস ও শুল্ক স্টেশনেও শাটডাউন কর্মসূচি বহাল থাকবে। একইসঙ্গে তারা বলেন, আমরা সরকারকে আবারও আলোচনার টেবিলে আসার আহ্বান জানাচ্ছি। দাবি মেনে নেয়া হলে আমরা আন্দোলন প্রত্যাহার করতে প্রস্তুত। কিন্তু দমন-পীড়ন চালিয়ে এই ন্যায়সঙ্গত দাবি দমিয়ে রাখা যাবে না। প্রসঙ্গত, গত দুই মাস ধরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন। এতে দেশের রাজস্ব আহরণ, আমদানি-রফতানি কার্যক্রম এবং বাজেট বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ছে বলে ব্যবসায়ী মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর আগে একই দিন বিকালে সরকার এক বিবৃতিতে এনবিআরের আওতাধীন সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স