ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না-শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম শিক্ষকদের ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির

দৌলতপুরে সীমান্তে ৯ কোটি টাকার মাদকসহ ১ জন আটক

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১০:৩২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১০:৩২:০৪ অপরাহ্ন
দৌলতপুরে সীমান্তে ৯ কোটি টাকার মাদকসহ ১ জন আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুর সীমান্তে  প্রায় ৯ কোটি টাকার মাদকসহ সোহেল হোসেন (২৮) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া এলাকা থেকে সোহেল হোসেনকে আটক করে। তিনি ওই গ্রামের মিল্টন হোসেনের ছেলে। বিজিবি বলছে, আটককৃত সোহেল হোসেন কয়েক ঘণ্টা আগে মাদক সংক্রান্ত বিরোধে খুন হওয়া মহন আলী হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
তাছাড়া মহন হামলার সময় অপর আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রাগপুর ইউনিয়নের  মহিষকুন্ডি এলাকার ঠোটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ মহন আলী ও হৃদয় হোসেন কে কুপিয়ে জখম করে। দুজনকে হাসপাতালে নেয়া হলে রাত ১১ টার দিকে মহন আলী মারা যায়।  বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, সোহেলের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা। আটক সোহেলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন। নিহত মহনের চাচা কদম আলী গত শনিবার দুপুরে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বিজিবির হাতে আটক আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য