ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না-শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম শিক্ষকদের ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির

আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। এই পেসারের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, গাজিয়াবাদের এক মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টাল (আইজিআরএস) এর মাধ্যমে অভিযোগটি দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে ওই মুখ্যমন্ত্রীর দপ্তর। প্রতিবেদনে বলা হয়, অভিযোগটি গেল ১৪ জুন নারী সহায়তা হেল্পলাইন নম্বরে (১৮১) রেজিস্টার করা হয়। অভিযোগে ওই নারী দাবি করেন, গত পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। দয়াল তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পরিবারের কাছে স্ত্রী হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন দয়াল, আচরণ করতেন স্বামীর মতো। ওই নারী আরও দাবি করেন, সম্পর্ক চলাকালে তার কাছ থেকে অর্থ নিয়েছেন দয়াল। পরবর্তীতে জানতে পারেন, আরও অনেক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণামূলক সম্পর্ক রেখেছেন বেঙ্গালুরু পেসার। অভিযোগের সঙ্গে মেসেজ, স্ক্রিনশট, ভিডিও কল রেকর্ড ও ছবিকে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন ওই নারী। এ বিষয়ে এখন পর্যন্ত যশ দয়ালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, সর্বশেষ আইপিএলে বেঙ্গালুরুর ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যশ দয়াল। এই মৌসুমে ১৫ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন বাঁহাতি পেসার। এর মাধ্যমে ১৮তম বারের চেষ্টায় প্রথমবারের মতো আইপিল ট্রফি জেতে বেঙ্গালুরু। দয়াল ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এবং ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে খেলেন। এখনো জাতীয় দলে অভিষেক হয়নি ২৭ বছর বয়সী পেসারের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স