ঢাকা , সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি নিরীক্ষার উদ্যোগ নেই অতিরিক্ত মানুষের ভারে ন্যুব্জ ঢাকা দুর্বিষহ নগর জীবন ‘তাহলে আইন করে বলে দিন, পাহাড়ে ধর্ষণ বৈধ’ গুইমারায় ১৪৪ ধারা ভেঙে অবরোধ সংঘর্ষে নিহত ৩ দুর্গাপূজা উপলক্ষে এনসিপির মনিটরিং টিম গঠনের নির্দেশনা অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি ঘোষণা নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার জুলাই অংশীজনদের সঙ্গে কর্মসূচি পালনের সিদ্ধান্ত আপ বাংলাদেশের শাবিপ্রবিতে মুজিব-ফজিলাতুন্নেছার নামে থাকা হল-স্থাপনার নাম পরিবর্তন সংসদ নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে ভুয়া রাজনৈতিক প্রোপাগান্ডা বাড়ছে দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহলদল মোতায়েন আজ বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু ত্রিমুখি সংকটে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় পূজার কেনাকাটা ঘিরে সরগরম রাজধানীর বিপণিবিতান নগরে শরৎ উৎসব ‘সবার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি ভুল: প্রেস সচিব আলোচনা সভায় আনু মুহাম্মদ নদী দখলে জাতীয় ঐক্য রয়েছে উদ্ধারে নেই পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন ঢাবি ছাত্রীকে ধর্ষণের ভিডিও সত্যি নয়-পুলিশ জুলাই অভ্যুত্থানের ৬৫টি হত্যাসহ ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি

আম্পায়ারের সমালোচনা করে শাস্তির সম্মুখীন হলেন স্যামি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪২:৫৭ অপরাহ্ন
আম্পায়ারের সমালোচনা করে শাস্তির সম্মুখীন হলেন স্যামি
আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামিকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের সঙ্গে। গত ২৪ মাসে এটিই তার প্রথম শাস্তি। বার্বাডোসে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালীন তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের প্রকাশ্য সমালোচনা করেন স্যামি। ম্যাচের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাওয়া দুটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন স্যামি। প্রথমটি ছিল রস্টন চেইসের এলবিডব্লিউ, পুনঃপ্রচারে ক্যারিবীয় তারকার ব্যাটে বল লাগার সম্ভাবনা দেখা যায়। দ্বিতীয়টি ছিল শাই হোপের ক্যাচ, যা অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরে অসাধারণ দক্ষতায় ধরেন। হোল্ডস্টক সেটিকে বৈধ বলে ঘোষণা করেন। অন্যদিকে প্রথম দিনেও শাই হোপের নেওয়া ট্রাভিস হেডের নিচু ক্যাচটিকে বৈধ নয় বলে ঘোষণা করেন হোল্ডস্টক। দ্বিতীয় দিনের খেলা শেষে স্যামি বলেন, ‘আপনি এমন পরিস্থিতিতে থাকতে চান না যেখানে নির্দিষ্ট কিছু আম্পায়ারকে নিয়ে সন্দেহে পড়েন। কিন্তু যখন একের পর এক সিদ্ধান্ত আপনার দলের বিরুদ্ধে যায়, তখন প্রশ্ন উঠতেই পারে-এই দলের বিরুদ্ধে কি কোনো পক্ষপাত আছে?’ এই মন্তব্যের ফলে স্যামিকে আইসিসির আচরণবিধির ২.৭ ধারায় অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বা দলের বিরুদ্ধে অপমানজনক বা অনুপযুক্ত মন্তব্যে নিষেধাজ্ঞা আরোপ করে। স্যামি দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন। যে কারণে আর কোনো শুনানির প্রয়োজন নেই। লেভেল ১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো তিরস্কার এবং সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট। অন্যদিকে ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজও ম্যাচ শেষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তগুলোর তীব্র সমালোচনা করেন। তবে তার বিরুদ্ধে এখনো কোনো শাস্তির ঘোষণা আসেনি। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকা হোল্ডস্টক পরবর্তী দুই টেস্টে (গ্রেনাডা ও জ্যামাইকা) অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন নিতিন মেনন ও রিচার্ড কেটলবরো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ