ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিকল্পিত অস্থিরতা শিক্ষা প্রশাসনে শর্তের লড়াইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে নেত্রকোণায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই নতুনরূপে সেজেছে উত্তরার মুগ্ধ মঞ্চ রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ তিস্তার পানি বিপদসীমার ওপরে ২০ হাজার মানুষ পানিবন্দি চাঁপাইনবাবগঞ্জে ৪১ বিদ্যালয়ে পাঠদান ব্যাহত মুজিবনগরে মহিলাসহ মোট ৪ জনকে বিএসএফর পুশইন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবির যৌথ অভিযানে অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক মাদারীপুরে চুরি-ডাকাতি-ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাইকগাছায় কপোতাক্ষের বাঁধে ধস আতঙ্কে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বাঙ্গরায় মেয়াদ উত্তীর্ণ স্পিরিট পানে ২ জনের মৃত্যু সুনামগঞ্জে পাথরবাহী স্টিলের নৌকাসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশইন মেহেরপুর কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ১৫ আগস্ট মোরেলগঞ্জ বিএনপির কাউন্সিল ২ প্যানেলে বিভক্ত নেতাকর্মীরা কুমিল্লা বুড়িচংয়ের বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

আম্পায়ারের সমালোচনা করে শাস্তির সম্মুখীন হলেন স্যামি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪২:৫৭ অপরাহ্ন
আম্পায়ারের সমালোচনা করে শাস্তির সম্মুখীন হলেন স্যামি
আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামিকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের সঙ্গে। গত ২৪ মাসে এটিই তার প্রথম শাস্তি। বার্বাডোসে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালীন তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের প্রকাশ্য সমালোচনা করেন স্যামি। ম্যাচের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাওয়া দুটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন স্যামি। প্রথমটি ছিল রস্টন চেইসের এলবিডব্লিউ, পুনঃপ্রচারে ক্যারিবীয় তারকার ব্যাটে বল লাগার সম্ভাবনা দেখা যায়। দ্বিতীয়টি ছিল শাই হোপের ক্যাচ, যা অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরে অসাধারণ দক্ষতায় ধরেন। হোল্ডস্টক সেটিকে বৈধ বলে ঘোষণা করেন। অন্যদিকে প্রথম দিনেও শাই হোপের নেওয়া ট্রাভিস হেডের নিচু ক্যাচটিকে বৈধ নয় বলে ঘোষণা করেন হোল্ডস্টক। দ্বিতীয় দিনের খেলা শেষে স্যামি বলেন, ‘আপনি এমন পরিস্থিতিতে থাকতে চান না যেখানে নির্দিষ্ট কিছু আম্পায়ারকে নিয়ে সন্দেহে পড়েন। কিন্তু যখন একের পর এক সিদ্ধান্ত আপনার দলের বিরুদ্ধে যায়, তখন প্রশ্ন উঠতেই পারে-এই দলের বিরুদ্ধে কি কোনো পক্ষপাত আছে?’ এই মন্তব্যের ফলে স্যামিকে আইসিসির আচরণবিধির ২.৭ ধারায় অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বা দলের বিরুদ্ধে অপমানজনক বা অনুপযুক্ত মন্তব্যে নিষেধাজ্ঞা আরোপ করে। স্যামি দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন। যে কারণে আর কোনো শুনানির প্রয়োজন নেই। লেভেল ১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো তিরস্কার এবং সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট। অন্যদিকে ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজও ম্যাচ শেষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তগুলোর তীব্র সমালোচনা করেন। তবে তার বিরুদ্ধে এখনো কোনো শাস্তির ঘোষণা আসেনি। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকা হোল্ডস্টক পরবর্তী দুই টেস্টে (গ্রেনাডা ও জ্যামাইকা) অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন নিতিন মেনন ও রিচার্ড কেটলবরো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স