বিনোদন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’-এ প্রথমবার অংশ নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিত্য নতুন পোশাক পরা ছবি দিয়ে নেটদুনিয়া মাতিয়ে রাখছেন তিনি। তবে ভাবনার কানযাত্রা শুধুমাত্র ফ্যাশনের মধ্যেই আটকে নেই। সেখান থেকে সুখবর দিলেন এই অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা। নাম ‘জেনুবিয়া’। সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ চায়নিজ প্রযোজক। একই সঙ্গে তিনি ইউনেসকো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন। ‘জেনুবিয়া’ সিনেমা প্রসঙ্গে জাফর বলেন, ‘এ বছরের নভেম্বরে মালয়েশিয়াতে আমরা একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করছি। তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যাই। “জেনুবিয়া” ছবি নিয়েও পরিকল্পনা চলছিল। কান উৎসবে যাওয়ার পর শুনলাম, বাংলাদেশ থেকে ভাবনা এসেছেন। তার সঙ্গে যোগাযোগ করে গল্পটি শোনালাম। গল্প শুনে তিনি রাজি হলেন। আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, একসঙ্গে কাজটি করছি।’ ভাবনা বলেন, ‘কানে এসে সিনেমা সাইন করলাম। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া।’ নির্মাতা জানান, আগামী তিন মাসের মধ্যে ‘জেনুবিয়া’র কাজ শুরু হবে। আর সিনেমার পুরো শুটিং হবে মালয়েশিয়াতে। এর মধ্যে সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীদের নামও চূড়ান্ত করা হবে। আর বাংলা, ইংরেজি ও চায়নিজ ভাষায় এটি তৈরি হবে বলেও জানান পরিচালক।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
