ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নির্বাচনে ৮০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা জালিয়াতির ফাঁদে জনগণ যেভাবে চাইবে দেশ সেভাবেই পরিচালিত হবে-তারেক রহমান ইসি চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে, ‘না ভোট’ও ফিরছেÑইসি সানাউল্লাহ মিয়ানমারে গোলাগুলি বাংলাদেশে আতঙ্ক মিয়ানমারে গোলাগুলি বাংলাদেশে আতঙ্ক ভেঞ্চার ক্যাপিটাল তহবিল করছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার ১১ ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক টানা পাঁচ কার্যদিবস পতনে পুঁজিবাজার পাল্টে যাবে বিশ্ব রাজনীতির গতিপথ গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক ইয়ামালের গোলে বার্সার গাম্পার ট্রফি জয় রোনালদো জোড়া গোলেও জয় পেলোনা আল নাসর অরল্যান্ডো সিটির কাছে এক হালি হজম করলো মেসির মায়ামি ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা

আল-নাসরে নতুন অধ্যায়ের শুরু করলেন রোনালদো

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১৬:৫৩ অপরাহ্ন
আল-নাসরে নতুন অধ্যায়ের শুরু করলেন রোনালদো
মাত্র এক মাস আগেও ইনস্টাগ্রামে নিজের কোটি ভক্তকে রোনালদো বলেছিলেন, “এই অধ্যায় শেষ। গল্পটা, এখনো লেখা বাকি।” অনেকেই ভেবেছিলেন, সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে তার পথচলা বুঝি শেষ। কিন্তু বাস্তবতা হলো, নতুন করে চুক্তি নবায়ন করে সেই অধ্যায়ে তিনি যোগ করলেন আরেকটি রোমাঞ্চকর পর্ব। বিশ্বজুড়ে অসংখ্য প্রস্তাব এলেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ সুপারস্টার থেকে গেলেন আল-নাসরেই। ট্রান্সফার বিশ্লেষক নিকোলো শিরার তথ্যমতে, রোনালদোর চুক্তি শেষ হওয়ার কথা ছিল এই গ্রীষ্মেই। তবে শেষমেশ সৌদি কর্তৃপক্ষ তার মতো একজন তারকাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। গত মে মাসে তার ইনস্টাগ্রাম বার্তায় চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। শিরোনাম হয়েছিল-এটা তার শেষ মৌসুম। কিন্তু সৌদি প্রো লিগে সবচেয়ে বড় বিনিয়োগকারী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ব্যাপক আলোচনার পর তাকে রাজি করাতে সক্ষম হয়। রোনালদোকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিল আল-হিলাল ও আল-আহলির মতো ক্লাবগুলোও। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদিতে পাড়ি জমানো এই তারকা এখন পর্যন্ত কোনো শিরোপা না জিতলেও ক্লাবটির সর্বোচ্চ তারকা হিসেবে ২০২৪-২৫ মৌসুমে ৪১ ম্যাচে ৩৫ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। যদিও আল-নাসর টেবিলের তৃতীয় স্থানে শেষ করেছে। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও আলো ছড়িয়েছেন রোনালদো। নেশনস লিগে জার্মানি ও স্পেনের বিপক্ষে গোল করে নিজ দেশ পর্তুগালকে চ্যাম্পিয়ন বানান। আর্থিক দিক থেকেও তিনি অনন্য। ফোর্বস-এর সর্বকালের সর্বোচ্চ আয় করা অ্যাথলেটদের তালিকায় শুধু ফ্লয়েড মেওয়েদারের পেছনে আছেন রোনালদো। তার আল-নাসর চুক্তির আর্থিক মূল্য প্রতি সপ্তাহে প্রায় ৩.৪ মিলিয়ন পাউন্ড, বছরে প্রায় ১৭৭ মিলিয়ন। এর মধ্যে ৬২ মিলিয়ন মূল বেতন, বাকি অংশ বাণিজ্যিক চুক্তি থেকে। তিনি হুপ, ভিডিও গেম ইউএফএল ও ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স-এর মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। এ যেন রোনালদোর ক্যারিয়ারের গল্পে নতুন মোড়। যেখানে “শেষ”বলে কিছুই নেই, শুধু পরিবর্তন আর অভিযাত্রার নামেই চলে রোনালদোর যাত্রা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স