ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শর্তের বেড়াজালে ত্রয়োদশ নির্বাচনী যাত্রা অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে- রিজভী বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধÑ ডিএমপি বন্ধ হলো কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব জলকপাট নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন হত্যাকাণ্ডে চার জনের সংশ্লিষ্টতা গ্রেফতার ১৪ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কারিগরি অধিদফতরের সামনে অবস্থান শিক্ষার্থীদের ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে বিমান ওঠানামায় বাড়ছে ঝুঁকি আদাবরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক প্রাথমিকের জন্য ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার জব্দ সম্পদের ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে দুদক আমতলীতে জাতীয় ও যুব আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন টেলর সুইফট এবার হত্যার হুমকি পেলেন কমল হাসান

অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন নরকিয়া

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১২:৩১ অপরাহ্ন
অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন নরকিয়া
অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। ‘স্ট্রেস রিঅ্যাকশন’ নামক চোটে আক্রান্ত হয়েছেন তিনি। এমতাবস্থায় নরকিয়ার ক্যারিয়ার ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রয়েছে অকালে ক্যারিয়ার শেষ হওয়ার ঝুঁকিও। জিম্বাবুয়েতে আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনায় রাখা হয়নি ৩১ বছর বয়সী এই পেসারকে। চোটের কারণে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলতি আসরেও অংশ নিতে পারেননি। চলতি মৌসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল নরকিয়ার। এ বছর কেবল দুইটি ম্যাচ খেলেছেন নরকিয়া। সেটি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানান, নরকিয়ার চোট কতটা গুরুতর, তা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি কনরাড। প্রোটিয়া কোচ বলেন, ‘আমরা দেখতে চাই কতদিন সে বাইরে থাকবে এবং চোটের মাত্রা কতটুকু। ওর জন্য খুব খারাপ লাগছে। সে একজন সুপারস্টার ফাস্ট বোলার এবং একের পর এক চোট সামলানো সত্যিই কঠিন। চোট কতটা গুরুতর সেটা বোঝার জন্য আমরা অপেক্ষা করবো।’ তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা চিন্তিত। এনরিখের ক্ষেত্রে এটি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো পিঠে স্ট্রেস রিঅ্যাকশন হয়েছে। এখনই চূড়ান্ত করে কিছু বলা যাবে না এবং আমরা ওকে বাতিলও করছি না। সে মাত্র ৩১ বছর বয়সী এবং আমরা তাকে ফিরে আসার জন্য পুরোপুরি সুযোগ দিতে চাই। মেডিকেল টিম যে সিদ্ধান্ত নেবে, সেটিই আমরা মানবো।’ চোট-জর্জরিত ক্যারিয়ারে নতুন চোট নরকিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা। ওয়ার্কলোড কমাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) কেন্দ্রীয় চুক্তিতেও থাকেননি তিনি। নরকিয়ার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর শুধু টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান। ফলে তাকে টেস্ট দলে বিবেচনা করা হয় না। এরপর পায়ের আঙুলে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন নরকিয়া। পিঠের ইনজুরির কারণে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি থেকেও বাদ পড়েন। পরে আইপিএলে কেবল দুইটি ম্যাচ খেলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স