ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত এলএনজি আমদানি বাংলাদেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে-আইইএ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯ জন একটি বড় দল সংস্কার থেকে সরে গেছে-নাসীরুদ্দীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে গুলিসহ ২ শটগান উদ্ধার ঢাবি’র ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা জমি অধিগ্রহণের প্রতিবাদে ডেমরায় মানববন্ধন রাজধানীতে শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা গ্রেফতার ২ আত্মসমর্পণের পর বন কর্মকর্তা কারাগারে চট্টগ্রাম বন্দরের বিপজ্জনক পণ্যের কনটেইনার ধ্বংসের উদ্যোগ আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা আ’লীগের নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত ছাত্রশিবির শীর্ষ সন্ত্রাসী রনির পরিকল্পনায় মামুন হত্যা আ’লীগ ও জাপাকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের নির্বাচন সামনে রেখে প্রতিবেশী দুই দেশ থেকে আসছে অস্ত্র বিচার বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে-প্রসিকিউশন ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে আজ ১১ মাসে এসেছে বাংলাদেশে ১ লাখ ৩৬ হাজার নতুন রোহিঙ্গা অরাজকতার পথে হাঁটছে দেশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক-এসএমই ফাউন্ডেশন

টানা দুই ম্যাচে হাসলো সোহানের ব্যাট

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
টানা দুই ম্যাচে হাসলো সোহানের ব্যাট
শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে সীমিত পরিসরের ক্রিকেটারদের মধ্েয অনেকেই রান পাননি। চট্টগ্রামে নিজেদের মধ্েয খেলা প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ ছিলেন তানজিদ হাসান, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা। তবে টানা দুই ম্যাচে রান পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। তাকে অবশ্য নেওয়া হয়নি ওয়ানডে দলে। প্রথম ওয়ানডেতে ৯৭ রানের পর দ্বিতীয়টিতে ৬৮ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া পঞ্চাশ ছুঁয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। লাইমলাইটে থাকা সাইফ হাসান ৭১, অমিত হাসান ৭৩ ও ইয়াসির আলী চৌধুরী ৪৪ রান করেন। সৌম্য সরকার করেছেন ৪০ রান। তারা অবশ্য কেউই নেই ওয়ানডে দলে। ম্যাচে সবুজ দল ৭ উইকেটে হারিয়েছে লাল দলকে। দিবারাত্রির ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে লাল দল ২৩০ রানের বেশি করতে পারেনি। জবাবে সবুজ দল ৩৯.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তানজিদ হাসান লাল দলের হয়ে ১৭ রান করেছেন। প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি তিনি। নাঈম শেখ ১১ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ রানে রান আউট হন শামীমের থ্রোতে। এছাড়া মোসাদ্দেক শূন্য, রিশাদ ৭ রান করেন। দেয়াল হয়ে দাঁড়িয়ে পাঁচে নেমে সোহান ৮৫ বলে ৬৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। এছাড়া সাইফ হাসান ১০৮ বলে ৫ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন। সবুজ দলের বোলারদের মধ্েয তানজিম হাসান ৪৬ রানে ৪ উইকেট নেন। প্রথম ওয়ানডেতে তার শিকার ছিল ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শরিফুল ও তানভীর পেয়েছেন ১টি করে উইকেট। জবাব দিতে নেমে সবুজ দলের ওপনার পারভেজ ১৬ রানে থেমে যান। ৪০ করে আউট হন সৌম্য। এরপর অমিত হাসানের ৭৩ ও ইয়াসির আলী চৌধুরীর ৪৪ রানের ইনিংসে সহজেই লক্ষ্েযর দিকে এগিয়ে যায় সবুজ দল। শেষ দিকে শামীমের ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে সহজেই জয় পায় সবুজ দল। বোলিংয়ে লাল দলের হয়ে ২ উইকেট পেয়েছেন স্পিনার সাইফ হাসান। ১ উইকেট নেন রিশাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ জুন ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স