ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইউরোপের শ্রমবাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সাড়ে পাঁচ বছরে সড়কে ঝরেছে ৩৭ হাজার প্রাণ সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা সুন্দরগঞ্জে ব্যবসায়ী আনারুলের রোষানলে নিঃস্ব এলাকাবাসী রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার পাইকগাছায় পাটচাষির সোনালি স্বপ্ন অতিবৃষ্টিতে ভেসে গেছে শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নির্বাচন কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড দোকান বরাদ্দে অনিয়ম কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান সিলেট-৬ এ নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা সৈয়দা আদিবা হোসেন চৌমুহনীতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ কলমাকান্দায় র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ঈশ্বরগঞ্জে মাদক কারবারি হাড্ডি বাবুসহ ৪ জন গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন তিস্তায় ফের পানি বৃদ্ধি খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ আটক ২ ১৬ বছরে একদিনও আসেননি কলেজে ফের নিয়োগ পাচ্ছেন বরখাস্ত হওয়া ৩ শিক্ষক দক্ষিণ চট্টগ্রামে পাহাড়ে পেয়ারার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার নাঙ্গলকোটে সাবেক মেম্বারের ফাঁসির দাবিতে মানববন্ধন

টানা দুই ম্যাচে হাসলো সোহানের ব্যাট

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
টানা দুই ম্যাচে হাসলো সোহানের ব্যাট
শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে সীমিত পরিসরের ক্রিকেটারদের মধ্েয অনেকেই রান পাননি। চট্টগ্রামে নিজেদের মধ্েয খেলা প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ ছিলেন তানজিদ হাসান, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা। তবে টানা দুই ম্যাচে রান পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। তাকে অবশ্য নেওয়া হয়নি ওয়ানডে দলে। প্রথম ওয়ানডেতে ৯৭ রানের পর দ্বিতীয়টিতে ৬৮ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া পঞ্চাশ ছুঁয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। লাইমলাইটে থাকা সাইফ হাসান ৭১, অমিত হাসান ৭৩ ও ইয়াসির আলী চৌধুরী ৪৪ রান করেন। সৌম্য সরকার করেছেন ৪০ রান। তারা অবশ্য কেউই নেই ওয়ানডে দলে। ম্যাচে সবুজ দল ৭ উইকেটে হারিয়েছে লাল দলকে। দিবারাত্রির ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে লাল দল ২৩০ রানের বেশি করতে পারেনি। জবাবে সবুজ দল ৩৯.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তানজিদ হাসান লাল দলের হয়ে ১৭ রান করেছেন। প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি তিনি। নাঈম শেখ ১১ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ রানে রান আউট হন শামীমের থ্রোতে। এছাড়া মোসাদ্দেক শূন্য, রিশাদ ৭ রান করেন। দেয়াল হয়ে দাঁড়িয়ে পাঁচে নেমে সোহান ৮৫ বলে ৬৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। এছাড়া সাইফ হাসান ১০৮ বলে ৫ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন। সবুজ দলের বোলারদের মধ্েয তানজিম হাসান ৪৬ রানে ৪ উইকেট নেন। প্রথম ওয়ানডেতে তার শিকার ছিল ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শরিফুল ও তানভীর পেয়েছেন ১টি করে উইকেট। জবাব দিতে নেমে সবুজ দলের ওপনার পারভেজ ১৬ রানে থেমে যান। ৪০ করে আউট হন সৌম্য। এরপর অমিত হাসানের ৭৩ ও ইয়াসির আলী চৌধুরীর ৪৪ রানের ইনিংসে সহজেই লক্ষ্েযর দিকে এগিয়ে যায় সবুজ দল। শেষ দিকে শামীমের ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে সহজেই জয় পায় সবুজ দল। বোলিংয়ে লাল দলের হয়ে ২ উইকেট পেয়েছেন স্পিনার সাইফ হাসান। ১ উইকেট নেন রিশাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ জুন ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স