ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা বিসিবির নির্বাচনে মুখোমুখি বুলবুল-তামিম গত ৫ বছরে ৪৬৫ কোটি টাকা ভাগাভাগি পদ্মা-মেঘনা-যমুনায় অদৃশ্য শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-গয়েশ্বর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, আশা শিক্ষা উপদেষ্টার নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার ডাকসুর প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে কমিটি ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল ৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ আতঙ্ক কাটেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নুরুকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে লাইসেন্স ছাড়া বাজার বসালে ব্যবস্থা নেবে ডিএসসিসি রফতানিতে নতুন শঙ্কা নির্বাচনে পিআর আদায়ে সমঝোতার পথে ইসলামী দলগুলো শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতি

সচিবালয়ে কর্মচারীদের সংঘর্ষ, ক্যান্টিন বন্ধ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:০১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:০১:০২ অপরাহ্ন
সচিবালয়ে কর্মচারীদের সংঘর্ষ, ক্যান্টিন বন্ধ
বাংলাদেশ সচিবালয়ের ক্যান্টিন পরিচালনা নিয়ে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কর্মচারী নেতাসহ দুই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। গতকাল বুধবার দেখা যায়, এ ঘটনায় সচিবালয়ের চার নম্বর ভবনের পেছনের পদ্মা ক্যান্টিনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মচারী পরিচালিত দুটি ক্যান্টিনসহ অন্যান্য দোকানো বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সচিবালয়ের মধ্যে দুটি ক্যান্টিন এবং ওএমএসের দোকান পরিচালনা করে। এই দোকান পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে কমবেশি বিরোধ চলে আসছিল। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের রয়েছে দুটি অংশ। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের একটি পক্ষ ক্যান্টিন দখলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সমবায় সমিতি তাদের নির্ধারিত মেয়াদ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চায়। আগের কমিটির (সমবায় সমিতি) বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় সমবায় অধিদফতর সমবায় সমিতি পরিচালনায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেয়। কিন্তু আগের কমিটি দায়িত্ব হস্তান্তর করতে দেরি করে। এই পরিস্থিতির মধ্যেই দায়িত্ব ছাড়ার আগেই কর্মচারীদের একটি পক্ষ ক্যান্টিন দখলে নিয়ে পরিচালনা শুরু করে। কর্মচারীরা জানান, এ বিষয় নিয়ে উচ্চ আদালতে একটি রিট রয়েছে। কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের বিষয়ে স্থগিতাদেশ দেন। সর্বশেষ গত মঙ্গলবার আদালতের এই রিটের রায়কে কেন্দ্র করে সমবায়ের আগের কমিটি ও সংযুক্ত পরিষদের বাদিউল গ্রুপ মিলে নুরুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা করে বলে কর্মচারীরা জানান। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ক্যান্টিনের রান্নার পণ্য এসেছিল এবং ট্রাক থেকে ওএমএসের পণ্য নামানো হচ্ছিল। এ সময় বাদিউল কবীর গ্রুপের ৩০/৪০ জন রড, লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সভাপতি নুরুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন কর্মচারীরা। নুরুল ইসলামসহ দুইে জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল থেকে ক্যান্টিন বন্ধ ছিল।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স