ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইউরোপের শ্রমবাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সাড়ে পাঁচ বছরে সড়কে ঝরেছে ৩৭ হাজার প্রাণ সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা সুন্দরগঞ্জে ব্যবসায়ী আনারুলের রোষানলে নিঃস্ব এলাকাবাসী রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার পাইকগাছায় পাটচাষির সোনালি স্বপ্ন অতিবৃষ্টিতে ভেসে গেছে শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নির্বাচন কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড দোকান বরাদ্দে অনিয়ম কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান সিলেট-৬ এ নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা সৈয়দা আদিবা হোসেন চৌমুহনীতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ কলমাকান্দায় র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ঈশ্বরগঞ্জে মাদক কারবারি হাড্ডি বাবুসহ ৪ জন গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন তিস্তায় ফের পানি বৃদ্ধি খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ আটক ২ ১৬ বছরে একদিনও আসেননি কলেজে ফের নিয়োগ পাচ্ছেন বরখাস্ত হওয়া ৩ শিক্ষক দক্ষিণ চট্টগ্রামে পাহাড়ে পেয়ারার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার নাঙ্গলকোটে সাবেক মেম্বারের ফাঁসির দাবিতে মানববন্ধন

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান মার্চ টু এনবিআর ঘোষণা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৪:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৪:৫৯:০৯ অপরাহ্ন
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান মার্চ টু এনবিআর ঘোষণা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ‘রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ’ অর্থ উপদেষ্টার আজ বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ করার কথা বলেছে। পরিষদের নেতারা বলছেন, চেয়ারম্যানের পদত্যাগ, আলোচনার মাধ্যমে এনবিআর সংস্কারে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনতে আলোচনায় শুধু ট্যাক্স ও কাস্টম ক্যাডারকে রাখা এবং এনবিআর বিলুপ্তির অবস্থান সরকার অনড় থাকার কারণে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় যাওয়া সম্ভব নয়। ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল বুধবার শেরে বাংলানগরে এনবিআর প্রাঙ্গণে প্রেস বিফ্রিংয়ে এনবিআর পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা এ ঘোষণা দেন। তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে একদিকে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। আবার শুধু বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছে। বৈঠকে আন্দোলনত এনবিআর সংস্কারে ঐক্য পারিষদের প্রতিনিধির সঙ্গে আলোচনার কথা বলা হয়নি। একইদিনে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে অর্থ উপদেষ্টা এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি স্পষ্ট করেন। এ অবস্থায় ২৬ জুনের বৈঠকে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা পূর্ব ঘোষিত আন্দোলনের পাশাপাশি আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’ পালনেরও ঘোষণা দিয়েছেন। এর আগে দুপুর ১২টার পর পরিষদের সদস্যরা এনবিআর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন। একই কর্মসূচি বিভিন্ন কর অঞ্চল ও কাস্টম হাউসে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করবেন আন্দোলনকারীরা। তারা বলেছেন, আগামীকাল শুক্রবারের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে এবং পতিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স